বিসমিল্লাহীর রহমানির রাহীম আসসালামুআলাইকুম,
মহান আল্লাহর রহমতে সবাই ভাল থাকুন এই বলে আমার পোষ্ট শুরু করছি।
বাংলা ইউইনকোড মানে প্রথমে মনে পড়ে অভ্র। এখন অভ্রের অনেক আপডেট ভার্সনই আছে কিন্তু নতুন এই আপডেট ভার্সনগুলোতে কিন্তু পুরাতন একটি ফেচার নাই। বলেনতো কি? এক কথায় সবাই বলবে unibijoy (ইউনিবিজয়)। হ্যা এই ইউনিবিজয় এখন আর অভ্রতে নাই। কেন নাই এই নিয়ে বলতে গেলে লিখতে লিথতে আমার বারটা বাজতে পারে। তাই ঐ দিকে গেলাম না। অভ্রর ইউইনি বিজয় সমৃদ্ধ একটি পুরানা ভার্সন আমার কাছে আছে। নিচের পিচ্চির ছবিটা দেখলেই বুঝতে পারবেন এটি কোন ভার্সন।
কি এখন কি মনে পড়ে? এটি কোন ভার্সন? ডাউনলোড করা প্রয়োজন থাকলে ডাউনলোড করে নিন।
https://www.dropbox.com/s/aecr5stuvratpky/setup_avrokeyboard_4.1.0.zip
যদি আপনার অভ্র কনভার্টারের প্রয়োজন পড়ে। তাহলে বলতে পারেন পরবর্তীতে পোষ্ট করে শেয়ার করে দিব। আল্লাহ হাফেজ।