→আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট সেটিংস (Account Settings) এ যান।
→সেখান থেকে সিকিউরিটি সেটিংস
(Security Settings) এ ক্লিক করুন। তারপর
সেখানে ট্রাস্টেড কন্ট্যাক্টস (Trusted
Contacts) এ ক্লিক
করুন।
→এরপর বন্ধুদের যেভাবে কোন ছবিতে ট্যাগ করেন তেমন করে আপনার তিনজন / পাঁচজন বন্ধুকে ট্যাগ করে ওকে করে বের হয়ে আসুন। যাকে যাকে ট্যাগ করবেন
তারা জানতে পারবে যে আপনি তাদের (Trusted Contacts) হিসাবে রেখেছেন।
→কখনো আপনার আইডি বন্ধ হলে আপনার ট্রাস্টেড কন্ট্যাক্টস লিস্ট এর বন্ধুদের কাছে একটা কোড সহ মেসেজ যাবে।
→এবং পরবর্তীতে আপনি ঐ কোড ব্যাবহার করে আপনার আইডি ফিরে পাবেন।
→Note:নিয়মিত পোষ্টে লাইক না দিলে, আমাদের পেইজ আপনাদের হোম পেইজ এ শো করবে না। তাই লাইক দিয়ে ভালোভালো পেইজে একটিভ থাকুন। আমাদের টেকটোন্সের পেজ
http://www.facebook.com/pages/Techtonesbd/334064920029621
আল্লাহ হাফেজ।
দারুন একটি পোষ্ট।
ভাই আমার আইডি তহ ব্লক করে দিসে।এখনকি কনো ভাবেই ফেরত পাওয়া জাবে না?আমার ভেরিফিকেশন এর জন্য আইডি কারড চায়।এখন কি করব