বিসমিল্লাহীর রহমানির রাহীম
এখন একটি মাইক্রো পোষ্ট করতে যাচ্ছি। ষ্টার্ট মেন্যুর নাম সাধারণত Start ই থাকে। কিন্তু আপনি যদি চান তাহলে এই নামটি পরিবর্তন করতে পারেন আপনার পছন্দ মত! অর্থাৎ আপনি যদি চান আপনার Start মেন্যু তে Start এর পরিবর্তে আপনার নাম দেখাবে। তাহলে আপনাকে ছোট্র একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির ওজন মাত্র 200কেবির মতো। আর এটি হচ্ছে পোর্টেব্যল সফট ওয়্যার। অর্থাৎ সেটআপের ঝামেলা নেই। শুধুই ডাবল ক্লিক করলেই চলবে। ডাউসলোড করার জন্য লিংক-
https://www.dropbox.com/s/b3hbywze6ygi0dd/StartButton_techtonesbd.com.zip
ডাউনলোড হলে জিপ ফোল্ডার থেকে এক্সট্রাক্ট করার পর সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন। তার পর New Label বক্সে আপনার পছন্দনীয় নামটি লিখুন এবং Rename বাটনে ক্লিক করুন।