বিসমিল্লাহীর রহমানি রাহীম
My Computer খুললেই ফাইলের ছড়াছড়ি। এত্তো ফাইল যে আকাশের তারা মতই গণনা করা অসম্ভব। আর যারা মাল্টিমিডিয়ার ব্যবসা করেন, তাদের পিসির কথাতো বলতেই হয় না। যে পরিমাণ অডিও/ভিডিও পিসিতে জমা থাকে তাতে কম্পিউটার, পিসি বা ল্যাপটম না বলে “মিউজিক ষ্টেশন” বলাই মনে হয় বেশী গ্রহণযোগ্য। যাক আমার কথা তা নয়। আমার কথা হল এত এত ফাইলের ভিড়ে কখন যে একই ফাইল পিসিতে একাধিকবার কপি করে ফেলি তা আমরা নিজেরাই জানি না। অথচ অযাথাই এই ডুপ্লিকেট ফাইল গুলো আমাদের হার্ডডিস্কের বিপুল পরিমাণ একটি জায়গা দখল করে আছে। আবার এগুলোকে খুজে খুজে বের করে ডিলিট করাও অসম্ভব। তাই আজ সবার সাথে একটি সফটওয়্যার শেয়ার করব। যেটি দিয়ে পিসিতে থাকে ডুপ্লিকেট ফাইল গুলো কে এক নিমিষেই ডিলেট করে দিতে পারি। সফটওয়্যারটির ওজন মাত্র ১.৫এমবি প্রায়। এখন যদি প্রয়োজন থাকলে ডাউনলোড করে রাখতে পারেন। আর যদি মনে করেন এখন ডাউনলোড করে মেগাবাইট শেষ করতে পারব না। তাহলে নিচে Like বা Share বাটনে ক্লিক করে রেখেদিন। আপনার ফেসবুকের ওয়ালে থেকে যাবে আজীবন। ভবিষ্যতে যদি কোন দিন প্রয়োজন পড়ে তাহলে আপনার ফেসবুক ওয়াল থেকে লিংকে শেয়ার করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিংক-
http://www.mediafire.com/download/6z7hs194p8lf283/DuplicateFileCleaner_techtonesbd.com.zip
যদি কোন সমস্যা হয় বা আপনার যদি কোন সফটওয়্যার বা কোন হেল্প প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে বলবেন।
ভাই আমিওতো আপনারই মতই একজন রক্তে মাংসে গড়া মানুষ। তাই আমারওতো ভূল-ত্রূটি হতেই পারে। তাই না?
আল্লাহ হাফেজ।