আপনার পিসির ইউএসবি বন্ধ করুন কোন সফটওয়্যার ছাড়াই

By | মে 18, 2013

পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি । পিসির ইউএসবি হল এমন একটি ইনপুট মিডিয়া যার মাধ্যমে আমারা পিসিতে অনেক প্রয়োজনেই ডিভাইস ব্যবহার করে থাকি। ইউএসবি একটি দরকারি মিডিয়া কারন

untitled

এখন সব রকম কম্পিউটার সকল আনুসাংগিক জিনিস ইউএসবি মিডিয়াদারা তৈরি হচ্ছে । ইউএসবি যেমন দরকারি জিনিস তেমনি ক্ষতিকর একটি মিডিয়া হয়া দাড়াই যখন আপানার পিসির ইউএসবি মিডিয়া দিয়ে কেও

আপনার পিসিকে হ্যাক বা ক্ষতি করার চেষ্টা করবে। আজ আমি আপনাদের এমন একটি জিনিস শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনার পিসির ইউএসবি বন্ধ রাখতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই ।

প্রথমে আপনার পিসির রান কমান্ড এ লিখুন regedit

এরপর সিলেক্ট করুন HKEY_LOCAL_MACHINE

এরপর সিলেক্ট করুন SYSTEM

এরপর সিলেক্ট করুন CURRENT CONTROL SET

এরপর সিলেক্ট করুন SERVICES

এরপর সিলেক্ট করুন USB TOR

এবার এখানে START নামে অপশন থাকবে। আপনি যদি ইউএসবি অফফ করতে চান তাইলে start এ ডবল ক্লিক করে ৩ কে ৪ করে দিন তাইলে ইউএসবি অফফ হবে আর অন করতে চাইলে ৪ কে ৩

করে দিন।

ভাল লাগলে ধন্যবাদ দিয়া আবার লেখার উৎসাহ দিবেন ।

Md.Jakaria

আমি জাকারিয়া। কাজ করছি "ময়মনসিংহ হাউজিং" এ সিনিয়র কম্পিউটার ম্যান হিসাবে। techtonesbd.com আমার কাছে দারুন লেগেছে। তাই নেটে যতক্ষণ থাকি ততক্ষণ techtonesbd.com এর জ্হানের সাগরেই থাকার চেষ্টা করি।

More Posts

Category: টিপস এন্ড ট্রিক্স

About Md.Jakaria

আমি জাকারিয়া। কাজ করছি "ময়মনসিংহ হাউজিং" এ সিনিয়র কম্পিউটার ম্যান হিসাবে। techtonesbd.com আমার কাছে দারুন লেগেছে। তাই নেটে যতক্ষণ থাকি ততক্ষণ techtonesbd.com এর জ্হানের সাগরেই থাকার চেষ্টা করি।

One thought on “আপনার পিসির ইউএসবি বন্ধ করুন কোন সফটওয়্যার ছাড়াই

  1. Allahisalmighty

    হুম!!! অনেক কিছু জানতে পারলাম।

    Reply

Leave a Reply