আপনার প্রয়োজনী ফাইল শেয়ার/ষ্টোরেজ করুন খুব সহজেই!!!!

বিসমিল্লাহীর রাহমানির রাহীম আসসালামুআলাইকুম,

মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।

আমরা কমবেশী সকলেই বন্ধুদের সাথে কিন্তু নেটে ফাইল শেয়ার করে থাকি। কিন্তু দেখাযায় যে বিভিন্ন সাইটে ফাইল শেয়ার করলে, পরবর্তীতে তা কেউ যদি ডাউনলোড করে তাহলে অনেক রকমের সমস্যা দেখা দেয়। যেমন, ক্যাপচা এন্টি চায়। আবার ডাউনলোড পেজে ইচ্ছা মত এড দিয়ে দেয় যা আমাদের মূল্যবান মেগাবাইটকে পানির মত খরচ করে দেয়। এছাড়াও আরও সমস্যা আছে। যেমন আমার একটি তিক্ত অভিজ্ঞার কথা বলি…

 

একদিন দুই মাদ্রাসা শিক্ষক (আলেম) পাশা পাশি বসে আছেন। একজন ল্যাপটপে ইন্টারনেট ব্রাউস করছেন। আর অন্যজন কম্পিউটার/ইন্টারনেট সম্পর্কে কিছুই বুঝেন না। দেখা গেল হঠাত করে তার ল্যাপটপে একটি অর্ধ নগ্ন মহিলার ছবি এসেগেল। তখন কিন্তু আমরা সবাই বিভ্রান্ত হয়ে গেলাম।

 

আসলে মনে করেন আপনি নেটে ঘুরছেন। এখন যদি একটি পেজে হঠাত কোন খারাপ এড দেয় তাহলে কার কি করার আছে। তবে আপনি যদি এড ব্লক এডঅন ইউজ করেন তাহলে কিন্তু অন্যকথা। তবে আজকে তা আমার ট্রপিক নয়। আমি বলছিলাম কিভাবে সহজেই সবার সাথে ফাইল শেয়ার করা যায়।

 

হ্যা, ফাইল শেয়ারিং জগতে এক অনন্য নাম ড্রপ বক্স। যারা জানেনতারা ভাবতে পারেন মিডিয়া ফায়ারের বদলে আমি কেন ড্রাপবক্স এর নাম বললাম।

add_files_300-vflQxZMgf

এখান দেখুন এর সুবিধাগুলো:

 

১। সাধারণত ড্রপবক্সের ডাউনলোড পেজে কোন বিশ্রি এডতো দূরের কথা কোন ধরণের এড গত ১ বছরের মধ্যে আমি পাই নাই।

 

২। ফ্রি পাবেন ২ জিবি ষ্টোরেজ।

 

৩। যদি রেফার করে বন্ধুদের রেজি: করাতে পারেন তাহলে প্রতি রেজি: এ পাবেন ৫০০এমবি ডাটা ষ্টোরেজ ফ্রি!

 

৪। এভাবে আরও রেফার করাতে পারলে সর্বোচ্চ পাবেন ১৬ জিবি ষ্টোরেজ ফ্রি!

 

এছাড়াও আমি মনে করি ড্রপবক্স থেকে ডাউনলোড করা সবচেয়ে সহজ। অন্যান্য সাইটে ডাউনলোড লিংক আসতে ১০/১৫ সেকেন্ড দেরী করলেও এখানে আপনি খুব সুন্দর ও সহজেই পেয়ে যাবেন ডাউনলোড লিংক। আরও অনেক সুবিধা আছে। তাই যদি মনে করেন এখানে একাউন্ড খুলবেন তাহলে নিচের লিংকে ক্লিক করে সাইন আপ করুন।

CLICK HERE FOR SING UP TO DROPBOX

সাইনআপ করার পর যদি লগ ইন করতে হয় তাহলে লগইন করে সরাসরি আপলোড করার জন্য উপরের দিকের ডানকোনায় আপলোড বাটনে ক্লিক করুন। তার পর Choose File এ ক্লিক করে ফাইলটা ধরিয়ে দিন। এখন ফাইলের ওজন অনুযায়ী আপলোডের সময় লাগবে।

 

তবে আরেকটি কথা যে ফাইলটি আপলোড করবেন তা আগে জিপ করে নিন। তাহলে ফাইলের ওজন কমে যাবে এবং ফাইল করাপ্টেড হবেনা ইনশআল্লাহ।

 

জিপ করবেন যেভাবে: আপনার ফাইলটিতে রাইট বাটন ক্লিক করুন। এখন Send to অপশনে মাউস রাখলেই দেখবেন Crompressed (zip) Folder লেখা আসবে তাতে ক্লিক করলেই ফাইলটির একটি জিপ কপি এর পাশেই উতপন্ন হবে। এখান এই জিপ ফাইলটিই আপলোড করুন। এছাড়াও জিপ করার আরও অনেক অপশন আছে সেগুলো পরে আরেকদিন বলব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।

টেকটোন্সবিডি

আমি একজন সাধারণ মানুষ। চেষ্ট করি নিজে প্রযুক্তিকে জানতে, আর সকলের সাথে শেয়ার করতে। আর এটাই আমার Hobby...

More Posts

Leave a Reply