বিসমিল্লাহীর রহমানিরাহীম
আজ শুক্রবার। সপ্তাহের অন্যতম ছুটির একটি দিন। এই দিনেই আমরা সাধারণত সবচেয়ে বেশী সময় নেটে ব্যায় করতে পারি। কারণে অকারণেই বিভিন্ন সাইটে ঘুরে থাকি। কিন্তু যেসব সাইটে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছি ঐ সাইটগুলো আমার জন্য কতটুকু নিরাপদ? অর্থাৎ আমি যে এখন www.techtonesbd.com এ আছি এই টেকটোন্স(বাংলাদেশ) আমার পিসির জন্য কতটুকু নিরাপদ? তা যাচাই করার জন্য একটি সাইট শেয়ার করলাম। নিচের লিংকটিতে গিয়ে আপনি শুধু www.techtonesbd.com সহ অন্য যেকোন সাইটকেই স্ক্যান করে দেখে নিতে পারবেন সাইটি কি আপনার পিসির জন্য নিরাপদ কিনা!
http://www.urlvoid.com এ গিয়ে আপনার কাঙ্খিত সাইটের URL দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাকে স্ক্যান রেজাল্ট দেখাবে।
ভাই আমিওতো আপনারই মত একজন রক্তে মাংসে গড়া মানুষ তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
আল্লাহ হাফেজ।
======যদি সময় হাতে থাকে তাহলে আমার ব্লগটিতে আপনার শুভাগমন দিয়ে ধন্য করুন।=====