উইন্ডোস সেভেন এর অটোরান/অটোপ্লে বন্ধ পদ্ধতি (যারা যানেন না তাদের জন্য)

By | নভেম্বর 24, 2013

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

আমি খেয়াল করলাম আমাদের পিসি হেল্প সেন্টার গ্রুপে এখনো অনেক লোকে পোষ্ট করতেছে যে, কিভাবে সেভেনের অটোরান বন্ধ করতে হয়? কিন্তু তার এই প্রশ্নের উত্তর দিলে কিছু দিন বাদে আবার কেহ পোষ্ট করলে আবার আমাদের সম্পূর্ণ লিখে তাকে বুঝাতে হয়, তাই ভাবলাম এটা নিয়ে একটা টিউন করে রাখি যাতে করে যে এই সমস্যা নিয়ে পোষ্ট করবে তাদের এই টিউনের লিংকটি দিলেই হয়ে যাবে, বার বার লিখতে হবে না। আপনারাও যাদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে সাহায্য করেন সেই সকল বিষয় বস্তু বার বার না লিখে এখানে একবার লিখে রাখুন এর পরে শুদু লিংক শেয়ার করুন। তাহলে শুরু করি।

অটোরান/অটোপ্লে সম্পর্কে মোটামুটি সবাই যানেন, এটাতে বেশি ভাগই ক্ষতি হয়, বিশেষ করে ভাইরাসের যন্ত্রণা।

অটোরান কি?

আপনি খেয়াল করবেন আপনার পিসির USB পোর্টে কিছু প্রবেশ করালেই নিচের পিক্সারের মত একটি স্ক্রীন আসে, এটার নাম অটোরান/অটোপ্লে

পিক্সার ০১।

Auto Play windows 7 Photos 1

এবার আসুন এটা বন্ধ করার পদ্ধতি,

প্রথমে আপনি আপনার Start Menu তে যান, এরপর Control Panel এ যান সেখানে গিয়ে যদি নিচের মত স্ক্রীন দেখেন

পিক্সার ২।

Auto Play windows 7 Photos 2

তাহলে View by: Category এখানে ক্লিক করে Small icons সিলেক্ট করে দিন।

তখণ নিচের মত, আসবে, আর যদি আগে’ই এরকম থাকে তাহলে তো আর View by: Category এখানে যাওয়ার দরকার নেই।

পিক্সার ৩।

Auto Play windows 7 Photos 3

এখান থেকে দেখুন AutoPlay নামে একটি অপশন আছে

পিক্সার ৪।

Auto Play windows 7 Photos 4

সেখানে ক্লিক করুন, তাহলে নিজের মতো একটি বক্স আসবে

পিক্সার ৫।

Auto Play windows 7 Photos 5

এখানে Use AutoPlay for all media and devices নামের উপরের টিকটি উঠিয়ে দিয়ে Save করুন, তাহলেই বন্ধ হয়ে যাবে, এরপর ট্রেরাই করুন, ইউএসবি পোর্টে কিছু দিয়ে, দেখুন আর অটোপ্লে আসে না।

তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।

বি: দ্রঃ [কোন ছবি বড় করে দেখতে চাইলে ছবির উপরে ক্লিক করুন।]

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)

পূর্ব প্রকাশিত এখানে

2 thoughts on “উইন্ডোস সেভেন এর অটোরান/অটোপ্লে বন্ধ পদ্ধতি (যারা যানেন না তাদের জন্য)

Leave a Reply