বিসমিল্লাহীর রহমানির রাহীম
প্রতিবার উইন্ডোজ সেটআপ দেওয়ার পর পিসিতে Adobe Flash Player ইনিষ্টল করতে হয়। আবার অনেক সময় ব্রাউজার রিমোভ দিয়ে নতুন করে ব্রাউজার সেটআপ দিতে হয়।
তবে কথা হল এই Adobe Flash Player টি কখনই পিসিতে সেভ করে রাখা যায়না। এটি সরাসরি ডাউনলো ও সেটআপ হয়ে যায়।
তাই প্রতিবার উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় এটি নতুন করে ডাউনলোড করতে হয়। লেটেস্ট ভার্সনটির বর্তমান ওজন হচ্ছে 17 মেগাবাইট। দেখুন বাংলাদেশের মত দেশে বার বার এই 17 মেগাবাইট খরচ করা কিন্তু সবার জন্য সাধ্যসাপেক্ষ্য নয়। কারন বাংলাদেশে এখনও এক জিবি কিনতে হয় 350 টাকায়।
তাই এখন আমি আপনাদের সাথে Adobe Flash Player এর লেটেষ্ট ভার্সনটি শেয়ার করছি। ডাউনলোড করে রাখুন। পরবর্তী বার উইন্ডোজ সেট আপদেওয়ার পর আর নতুন করে ডাউনলোড করতে হবে না। মনে রাখবেন সেটআপদেওয়ার পূর্বে পিসিতে অন্যকোন ফোল্ডরে এর আরেকটি ফ্রেশ কপি রেখে দিবেন। আর যদি পারেন জিপ করা ফ্রেশ একটি কপি রেখে দিতে তাহলে তো আরোও ভালো।
ডাউনলোড করে নিন এখান থেকে।
আল্লাহ হাফেজ।