বিসমিল্লাহীর রহমানির রাহীম
কম্পিউটারে এমন কিছু ফাইল তৈরী হয় যেগুলোকে ডিলিট করা অসম্ভব ব্যাপার হয়ে উঠে। ডিলিট করতে চাইলে বলে Do not permission to delete this file, access denied, Error প্রভূতি। আমার কম্পিউটারেও এই রকমের কিছু ফাইল ছিল। আসলে কি যখন কোন ফাইল ডিলেট হতে চায় না। তখন কিন্তু ঐ ফাইলকে ডিলেট না করলে ভালো লাগে না। বার বার মন চায় এটি কে ডিলেট করতে। এর জন্য একটি সফটওয়্যার ব্যবহার করেছিলাম। কিছুদিন পরে সফটওয়্যারটি নষ্ট হয়ে গিয়ে ছিল। তাই এখন একটি সফট ব্যবহার করছি যেটি এখন পর্যন্ত কোন সমস্যা করে নি। আবার ডিলিট করার ক্ষেত্রও ভালো কাজ করে। সফটির নাম হল IObitUnlocker-1.0 মনে হয় সফটটি নতুন বের হয়েছে। তবে কাজ করে কিন্তু দারুন।
ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
http://www.mediafire.com/download/h87z1kzplr4uqsd/IObitUnlocker-1.0_www.techtonesbd.com.zip
ডাউনলোড হয়ে গেলে সেটআপ করে নিন। তারপর ষ্টার্ট মেনু থেকে একবার IObitUnlocker-1.0 প্রোগ্রামটি ওপেন করুন। ওপেন হলে কোন কিছু করার প্রয়োজন নেই ক্লোজ করে দিন। এখন যেই ফাইলকে ডিলিট করতে চাচ্ছেন তাতে রাইট বাটন ক্লিক করে IObitUnlocker এর ক্লিক করুন। তারপর আপনার ইচ্ছামত Delete, Rename, Move, Copy, Unlock করুন।
ভাই আমিওতো আপনারই মতই একজন রক্তে মাংসে গড়া মানুষ। তাই আমারওতো ভূল ত্রূটি হতেই পারে। তাই না?
আল্লাহ হাফেজ।