বিসমিল্লাহীর রহমানির রাহীম
বর্তমানে এনড্রোয়েড ফোন হচ্ছে একটি অতি জনপ্রিয় ফোন। এর বিভিন্ন ধরনের সুবিধা গুলোই কেড়ে নিয়েছে ব্যবহারকারীদের মন। তবে এর সুবিধা গুলোর মধ্যে একটি অন্যতম সুবিধা হচ্ছে এটিতে বাংলা লেখা যায়। যার ফলে এটি দিনে দিনে আরোও জনপ্রিয় থেকে জনপ্রিয় হচ্ছে।
আমরা যারা কম্পিউটারে বাংলা লেখা লেখি করি তাদের মধ্যে 90% ই বিজয় সফটওয়্যার দিয়েই লিখে থাকি। তাই বিজয়ের কীবোর্ড লেআউট আমাদের জন্য বাংলা টাইপ করার একটি সহজ উপায়।
অনেকেই এড্রোয়েড ফোনে বাংলালেখতে গিয়ে হিমশীম খাচ্ছেন। কারন কম্পিউটারে বিজয় ব্যবহার করে আমরা অভ্যস্থ।
তাই আপনাদের সাথে মাত্র 500 kb ওজনের একটি বিজয় কীবোর্ড লেআউট, যা আপনার এড্রোয়েড ফোনে সাপোর্ট করবে ইনশআল্লাহ। সুতরাং এখন থেকে এনড্রোয়েডে বাংলা লিখুন একদম সহজে !
বরারের মতই মিডিয়া ফায়ার লিংক।
http://www.mediafire.com/download/n0j3ohkpcm134nm/bijoy%20keyboard_techtonesbd.com.zip
ভাই আমিওতো আপনারই মতই একজন রক্তে মাংসে গড়া মানুষ। তাই আমার কি ভূলত্রূটি হতে পারেনা?
আল্লাহ হাফেজ।
আমর ব্লগ= www.pchelpcarebd.blogspot.com