বিসমিল্লাহীর রহমানির রাহীম
সাম্প্রতিককালে এন্ড্রয়েড একটি আলোড়ণ সৃষ্টিকারী মোবাইল অপারেটিং সিস্টেম। বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমটি। তবে এন্ড্রোয়েডএর জনপ্রিয়তার মূল বিষয় হচ্ছে বিভিন্ন ধরণের Apps যা প্লেষ্টোর ফ্রি পাওয়া যায়! আর এই সকল এন্ড্রোয়েড এপস দিয়ে আপনি সহজেই অনেক ধরনের কাজ করতে সেরে নিতে পারেন।
তেমনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আজ আলোচনা করব ইনশআল্লাহ।
এন্ড্রোয়েড থেকে ডিলেট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বর ফিরিয়ে আনুন সহজেই!
বিভিন্ন এন্ড্রোয়েড এপসের মাধ্যমে এখনই খুব সহজেই আপনি আপনার হারিয়ে/ডিলেট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বর ফিরিয়ে আনতে পারবেন। শুধু মাত্র এপসটি ইনিষ্টল করুন আর স্ক্যান করে ফিরিয়ে আনুন আপনার অতি প্রয়োজনীয় কন্টাক্ট নম্বর গুলো। নিচের দেয়া লিংকে যান এবং এপসটি ডাউনলোড করে নিন মাত্র তিন (03) মেগাবাইটস এর মত ওজন। যার ফলে আপনার ফোনকেও স্লো করবে না। Deleted Contact Recovery