এন্ড্রোয়েড ফোনের জন্য ডাউনলোড করে নিন দারুন একটি বাংলা টু ইংলিশ / ইংলিশ টু বাংলা ডিকশনারী (মাত্র 889 কেবি)

বিসমিতায়ালা

এন্ড্রোয়েড ফোন মানেই এক অন্য রকমের অনুভূতি। এই অনূভূতি তারাই বুঝবেন যারা এন্ড্রোয়েড ব্যবহার করেছেন। কারণ এর বিভিন্ন ধরনের ফিচার কেরে নিয়েছি ব্যবহারকারীদের মন।

আজ সকলের সাথে শেয়ার করব এন্ড্রোয়েড এর জন্য অসাধারণ একটি ডিকশনারী। এন্ড্রোয়েড ব্যবহারকারীরা যদি আগে এটি ব্যবহার করে না থাকেন তাহলে ডাউনলোড করে দেখুন আশা করি দারুন মজা পাবেন।

শুধু তাই নয় সচর-আচর বিভিন্ন ডিকশনারীতে অনেক ওয়ার্ড মেনিং পাওয়া যায় না। তবে ইনশআল্লাহ বলতে পারি এই ডিকশনারীটিতে আপনি প্রায় সকল ওয়ার্ড মেনিংই পাবেন।

আপনি যদি চান বাংলা ওয়ার্ডকে ইংলিশে রূপান্তরিত করতে তাও পারবেন। আবার যদি চান ইংলিশকে বাংলায় রূপান্তরিত করতে তাও পারবেন।

তাছাড়া এটি চালাতে হলে ইন্টারনেটের লাইনও লাগে না। অফলাইনেও চলে।

আর সবচেয়ে মজার কথা হল এটি ফুল ভার্সন সফটওয়্যার। অর্থাৎ লাইসেন্স এর ঝামেলা নেই।

dict_techtonesbd.com

dict_techtonesbd.com1

বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ডিকশনারী  টি ডাউনলোড করতে চাইলে নিচের লিংক এ ক্লিক করুন।

-=-=-=-=ডাউনলোড লিংক-=-=-=-

আজ এই পর্যন্তই। ইনশআল্লাহ পরে আরোও কথা হবে।

আল্লাহ হাফেজ।

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

One thought on “এন্ড্রোয়েড ফোনের জন্য ডাউনলোড করে নিন দারুন একটি বাংলা টু ইংলিশ / ইংলিশ টু বাংলা ডিকশনারী (মাত্র 889 কেবি)

Leave a Reply