বিসমিতায়ালা
গোপনীয়তা কম-বেশী সকলেরই থাকে। সবাই চায় যে আমার প্রয়োজনীয়/গোপনীয় ফাইলটি সবার চোখ থেকে দূরে থাকুক। কম্পিউটারে কিন্তু অহরহ লকার সফটওয়্যার পাওয়া যায়। আবার লকার সফটওয়্যার ছাড়াও কিন্তু কম্পিউটারে ফোল্ডার তৈরী করা যায়। তা নিয়ে ইনশআল্লাহ লিখব আরেক দিন।
তবে আজ লিখছি এন্ড্রোয়েড নিয়ে। এন্ড্রোয়েডে যারা প্রয়োজনীয়/গোপনীয় ফাইলটি লক করে রাখতে চান তাদের জন্যই আমার এই পোষ্ট। যে সফটওয়্যারটি শেয়ার করতে যাচ্ছি তার নাম হল FileLocker .
প্রথমে এই লিংকে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ দিয়ে দিন।
ব্যবহার বিধি:
কোন ফাইলকে লক করার জন্য সফটওয়্যারটিকে আগে ওপেন করুন এবং ফাইল নির্বাচন করুন, যে ফাইলটি লক করতে চান
সেই ফাইলের ডান পাশে লক/আনলক বাটন আছে। নিচের ছবি ডান পাশে দেখুন লক/আনলক বাটন লক করতে চাইলে ঐবাটনে ক্লিক করুন।
লক/আনলক বাটনে ক্লিক করলে পাসওয়ারড চাইবে। তার পূর্বেই আপনার পছন্দ মত একটি পাসওয়ারড দিয়ে রাখুন।
এরপর আপনার মনমত লক/আনলক করুন যখন প্রয়োজন হবে।
[বি:দ্র: যেহেতু এটি একটি সিকিউরিটি জনিত সফটওয়্যার, সেহেতু আগেই বলে রাখি পাসওয়ার্ড সেট করার পর আবার ভূলে গেলে কিন্তু বিশাল বিপদে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে প্রথমে অপ্রয়োজনীয় একটি ফাইলে পাসওয়ার্ড দিয়ে আবার খুলে ভালো করে চেক করেই পরবর্তীতে আপনার প্রয়োজনীয়/গোপনীয় ফাইলৈ পাসওয়ার্ড দিন। অন্যথায় কোন সমস্যা হলে “TBD” কে বা লেখক কে কোন রকমের দোষারোপ করা যাবে না। তবে হ্যাঁ এটুকু বলতে পারি, “একটু খেয়াল করে ব্যবহার করলেই, ইনশআল্লাহ কোন সমস্যা হবে না।]
আল্লাহ হাফেজ।
শেয়ার করার জন্য আপনাকে অংসখ্য ধন্যবাদ।