এমন একটা দামী জিনিস আজ শেয়ার করলাম, যা দাম দিয়ে কিনা যায় না।

বিসমিল্লাহীর রহমানির রাহীম

আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ তায়ালা কেমন রেখেছেন? মহান আল্রাহ তায়ালা পৃথিবীর সকলকে হেদায়েত দান করুন (আমিন) এই প্রত্যাশা নিয়ে আজকের পোষ্ট শুরু করলাম। (আমীন)

ইসলাম একমাত্র পূর্নাঙ্গ জীবন ব্যবস্থাা। আর এই জীবন ব্যবস্থ্যার বিধান দেওয়া হয়েছে কুরআনের মাধ্যমে। তাই আজ ঠিক করেছি আপনাদের সাথে কুরআন শেয়ার করব।

বাসে ট্রেনে প্রায় দেখা যায় বিভিন্ন শ্রেণীর লোক বসে বসে মোবাইল ফোনে গান-সিনেমা প্রভূতি দেখছে। কিন্তু মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল বসে বসে জিকিরের হাল্লতে থাকা। তা না করে আমরা অযথাই সময় নষ্ট করে থাকি।

কিন্তু একবার ভেবে দেখেন আজরাঈল (আ.) যদি সামনে আসে তাহলে বুঝতে পারা যাবে সময়ের কত্তো দাম। তাই চলুন ভাই সময় থাকতে সময়ের কদর করা শিখি।

Quran_is_Life_techtonesbd.com

কুরআন ডাউনলোড-১

প্রথমেই এনড্রোয়েড ব্যবহারকারীদের জন্য শেয়ার করলাম আরবী এবং বঙ্গানুবাদসহ একটি এ্যাপ্লিকেশন। এটি ব্যবহারেই আপনি বুঝতে পারবেন যে এই এ্যাপ্লিকেশনটি কত্তো প্রয়োজনীয় ও মজার।

ডাউনলোড করার জন্য নিচের এখানে ক্লিক করুন।

Quran_is_Life_techtonesbd.com (2)

কুরআন ডাউনলোড-২

যাদের এনড্রোয়েড নাই অথবা অন্যকোন ফোন ব্যবহার করেন তাদের জন্য mp3 কুরআন! আপনার ডাউনলোডের সুবিধার্থে কুরআনের সবগুলো সূরার আলাদা আলাদা লিংক দিয়ে দিলাম। আপনার যেটি ভালো লাগে সেটি ডাউনলোড করে নিন। আর যদি মনে করেন মেগাবাইটের দাম খুব বেশী। তাহলে যেকোন দোকান থেকে সম্পূর্ণ কোরআন মেমোরিতে লোড দিয়ে নিন।

আপনার যেই সূরাটি ইচ্ছ সেই সূরাটি ডাউনলোড করুন এখান থেকে

Quran_is_Life_techtonesbd.com (1)

কুরআন ডাউনলোড-৩

এবার যাদের কম্পিউটার আছে তাদের জন্য- যদি পিডিএফ আকারে ডাউনলোড করতে চান তাও পারবেন। আবার যদি ছোট্র সফটওয়্যার আকারে ডাউন লোড করতে চান তাও পারবেন। আপনার ইচ্ছামত ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

আরেকটি কথা এই পোষ্টটিকে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আশা করি তাতে আপনার বিশাল লাভ হবে। মহান আল্রাহ তায়ালা আমাদেরকে এখলাসের সহিত আমল করা তৌফিক দান করুন। আমিন।

ভাই আমিতো আপনার মতই রক্তে-মাংসে গড়া একজন মানুষ। তাই ভূল-ত্রূটি আমার কি হতে পারে না?

আল্লাহ হাফেজ

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply