বিসমিল্লাহীর রহমানির রাহীম
কম্পিউটার হচ্ছে আধুনিক জীবনযাত্রার প্রাণযন্ত্র! পড়ালেখা, হিসাব-নিকাশ ও ব্যবসায়-বাণিজ্যসহ প্রায় সকল ক্ষেত্রেই এখন কম্পিউটার হচ্ছে একটি অপরিহার্য যন্ত্র। কম্পিউটার ছাড়া এখনকার এই আধুনিক সমাজ কল্পনাও করা যায় না। যেহেতু এখন দেশে প্রচুর পরিমাণ কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, তাই অনেকে কম্পিউটার নিয়ে প্রচুর পরিমাণ সমস্যায়ও ভূগছেন।
কিন্তু সচরাচর দেখা যায় যে বেশীরভাগ সমস্যাই অতি সাধারণ এবং জানা থাকলে আপনি নিজেই আপনার প্রিয় কম্পিউটার বা ল্যাপটপটির এই ধরনের ক্ষুদ্র সমস্যাগুলো সমাধান করতে পারেন। অথচ আপনি যদি একটি কম্পিউটার সার্ভিসিং সেন্টারে যান তাহলে এই ধরনের ক্ষুদ্রাতিক সমস্যা গুলোর জন্য আপনার কাছ থেকে হাজার হাজার টাকা রেখে দেয়, শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে আপনার ধারনা কম থাকার ফলে।
এজন্যই আমরা বন্ধুরা মিলে ফেসবুকে একটি গ্রুপ খুলেছি। আপনি আমাদের গ্রুপে কম্পিউটার/ল্যাপটপ বা এই সম্পর্কিত যেকোন সমস্যা তুলে ধরতে এবং সমাধান পেতে পারেন। এই নিন ফেসবুক গ্রুপটির লিংক= https://www.facebook.com/groups/431538703723114