গোয়েন্দা নজরদারিতে দেশের থ্রিজি সেবা!

বিসমিল্লাহীর রহমানিরাহীম
বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে থ্রিজি সেবা যাতে অরাজকতার জন্য ব্যবহার না হয় সে জন্য দেশের গোয়েন্দা সংস্থা তৃতীয় প্রজন্মের থ্রিজি সেবা পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে। এজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। ওদিকে চিঠি পেয়ে মন্ত্রণালয় একই বার্তা পাঠিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নিতে নীতিগত অনুমোদন দিলে দেশের থ্রিজি সেবা গোয়েন্দাদের পর্যবেক্ষণে থাকবে।
>
জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) সমপ্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে কেউ থ্রিজি সেবা নেতিবাচকভাবে ব্যবহার করতে পারে। এটা গুরুতর ক্ষতির কারণ হতে পারে। এনটিএমসি এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়।
বিটিআরসি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগরিই সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে থ্রি-জি সেবা চালুর পর থেকেই তো আমরা পর্যবেক্ষণের মধ্যে রয়েছি। তাই নতুন করে কি ধরনের পর্যবেক্ষণ করা হবে তা আমাদের বোধগম্য নয়। গ্রামীণফোনের প্রধান কারিগরি কর্মকর্তা তানভীর মোহাম্মদ বলেন, এরই মধ্যে আমরা এনটিএমসি’র সঙ্গে যুক্ত হয়েছি। সংস্থাটি সব ধরনের কল, ডাটা এবং থ্রিজি সেবা মনিটরিং করছে।
>
চলতি বছরের অক্টোবর থেকে বেসরকারি চার মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক পরীক্ষামূলকভাবে থ্রি-জি সেবা চালু করে। সরকার নিয়ন্ত্রিত মোবাইল অপারেটর টেলিটক গত বছরের অক্টোবর থেকে থ্রিজি সেবা চালু করে। বর্তমানে ১০ কোটির বেশি মুঠোফোন ব্যবহারকারী রয়েছে বাংলাদেশে। এক্ষেত্রে বাংলাদেশের যে কোন স্মার্টফোন ব্যবহারকারীই এই সুবিধার আওতায় পড়বেন।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর থ্রিজি নিলামে অংশ নিয়ে বিটিআরসি থেকে ৪০৮১ কোটি টাকায় ২৫ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক। তারা ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সেবা দিতে শুরু করেছে। (দৈনিক পত্রিকা)

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

Category: অন্যান্য আই.টি নিউজ জানা-অজানা ট্যাগসমূহ:, ,

About মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

Leave a Reply