বিসমিল্লাহীর রহমানির রাহীম
কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের ডেফিনেশন ও এই যন্ত্রাংশগুলোর কাজ গুলো কি কি?
CPU :
Central Processing Unit এর সংক্ষিপ্ত নাম হচেছ CPU| ইহা কম্পিউটারের কন্টোলিং অংশ। যেখানে কম্পিউটারের বিভিন প্রসেসিং কাজ চলে।
RAM :
Random Access Memory এর সংক্ষিপ্ত নাম হচেছ RAM| ইহা একটি অস্থায়ী ম্যামরী। আমরা কম্পিউটারের অন অবস্থায় যা কাজ করি তা কম্পিউটার অফ করার পর সব মুছে যায়।
ROM :
Read Only Memory এক ধরনের Primary Memory হিসাবে পরিচিত। ইহা একটি স্থায়ী ম্যামরী। Rom সাধারনত: দুই দরনের হয়ে থাকে। যেমন:- Rom Bios এবং Rom Basic. Rom Bios মাদারবোর্ড ব্যবহ্নত হয় এবং Rom Basic–G কোন ব্যবহার বর্তমানে নেই ।
BUS :
যার মাধ্যমে কম্পিটারের মধ্যে ডেটা ও নির্দেশনা এক স্থান হতে অন্য স্থানে চলাচল করতে পারে তাকে BUS বলে।
BIOS :
Basic Input Output System এর সংক্ষিপ্ত নাম BIOS কম্পিউটারের কতগুলো নির্দেশনা ROM এ জমা থাকে । যাহা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।
Booting :
ফ্লপি ডিস্ক, সিডিরম ড্রাইভ অথবা হার্ডডিস্ক থেকে অপারেটিং সিস্টেম মেমোরীতে লোড করাকে বুঝায়।
Bootable Disk :
সিডি দিয়ে কম্পিটারকে Boot করার জন্য যে ডিস্কের প্রয়োজন হয় তাকে Bootable Disk বলে।
Format :
কোন ডিস্কেট বা ড্রাইভকে ব্যবহার করার উপযোগী করে তোলার জন্য Format করতে হয়।
Partition :
পার্টিশান হার্ডডিস্কের একটি অংশ যাকে কম্পিউটার একটি আলাদা ড্রাইভের মত Treat করে। হার্ডডিস্কের ড্রাইভগুলো এই পার্টিশানের মাধ্যমে বিভক্ত করা হয়।
Bit :
Bit একটি Binary digit (O অথবা 1)hvnv Computer এর কাছে একটি Electronic Signal যেমন:- O হচ্ছে OFF এবং 1 হচ্ছে ON ইত্যাদি।
Byte :
Binary Digit Eight থেকে Byte কথাটি এসেছে। Byte হচ্ছে আটটি বাইনারী ডিজিটের একটি গ্রুপ যাহা একটি একক হিসাবে ব্যবহার হয় ।
Bit – 0/1.
Byte- 8 Bit = 1 Byte.
KB – 1024 Byte = 1 Kilo Byte.
MB- 1024 KB = 1MB.
GB – 1024 MB = 1GB.
MHZ ও GHZ:
হার্জের মাধ্যমে ফ্রিকুয়েন্সি মাপা হয়ে থাকে। ১ হার্জ ফ্রিকুয়েন্সি হলো প্রতি সেকেন্ড ১ সাইকেল। কিলোহার্জ (KHZ) হলো হাজার সাইকেল পার সেকেন্ড। মেগাহার্জ (MHZ) হলো মিলিয়ন সাইকেল পার সেকেন্ড এবং গিগাহার্জ (GHZ) হলো বিলিয়ন সাইকেল পার সেকেন্ড। 1000 MHZ এ 1 GHZ .
Computer এর Clock Speed Megahertz এ পরিমাপ করা হয়। Hertz Or Cycle per Second , Frequency এর একক।
Hertz হচ্ছে কম্পনের একক।
Cash Memory:
কম্পিউটারের সার্বিক পারফরমেন্স বা গতিকে বাড়িয়ে দেয় ক্যাশ মেমরি। প্রসেসর কতটুকু সময়ের মধ্যে কোন ইনস্ট্রাকশনকে এক্সিবিউট করবে তা নির্নয় করে ক্যাশ মেমরির উপর। ক্রাশ দুই প্রকার । যেমনঃ (১) ডিক্স ক্যাশ (২) মেমরি ক্যাশ
Plug & Play :
ইহা দ্বারা কম্পিউটারের কোন হার্ডওয়্যারকে সংযুক্ক করার সাথে সাথে অপারেটিং সিস্টেমে তার ব্যবহার করার ক্ষমতাকে বুঝানো হয়।
Peripheral :
পেয়িযেরাল হলো কম্পিউটারের সাথ সংযুক্ত কোন ডিভাইস কে বুঝানো হয়। যেমন- মডেম, প্রিন্টার ইত্যাদি।
Backup:
এ কোন গুরুত্বপূর্ন ডেটা এক স্থান হতে অন্য স্থানে কপি করে রাখাকেই ব্যকআপ বলে।
Ranch Mark:
রেঞ্জমার্ক হলো কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যারের পারফরমেন্স তুলনা করার জন্য বিশেষ কিছু পরীক্ষাকেই বোঝানো হয়।
আজ এই পর্যন্তই দোয়া করবেন যেন পরবর্তী পোষ্টে যেন আরও ভালো কিছু শেয়ার করতে পারি (ইনশআল্লাহ)।
এমন গুরুত্বপূর্ণ তথ্যমূলক একটি পোষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না….