বিসমিল্লাহীর রহমানির রাহীম
শর্টকাট সকল প্রোগ্রামের অপারেটিং ক্ষেত্রেই বিশেষ গুরুত্ত্বপূর্ণ তাই আজ Firefox এর কিছু অতি প্রয়োজনীয় শর্টকাট শেয়ার করলাম। আপনাদের যদি আরাও বেশী জানা থাকে তাহলে কমেন্ট করে বলুন।
F3 পেজে কোন ওয়ার্ড/লেখা সার্চ করার জন্য।
F5 পেজকে রিলোড/রিফ্রেশ করার জন।
F6 সরাসরি URL বার এডিট করার জন্য।
F7 turns Caret Browsing on or off
F11 ফুল স্ক্রীন করার জন।
Up এবং Down Arrow: ওপরে এবং নিচে ওঠানামা করার জন্য।
Home এবং End : ওয়েব পেজের একেবারে ওপরে এবং একেবারে নিচে যাওয়ার জন্য।
Spacebar এবং Shift + Spacebar পুরো পর্দার জায়গা নিচে নেমে যাবে এবং ওপরে উঠে যাবে।
Alt + Home প্রথম পৃষ্ঠা খুলবে।
Ctrl + + জোম ইন হবে।
Ctrl + – জোম আউট হবে।
Ctrl + H ওয়েবসাইট দেখার ইতিহাস (হিস্ট্রি) দেখতে।
Ctrl + T নতুন ট্যাব।
Ctrl +W বর্তমান ট্যাব বন্ধ করতে।
Ctrl + Tab পরবর্তী ট্যাবে যেতে।
Ctrl + Shift + Tab আগের ট্যাবে ফিরে যেতে।
Ctrl + 1 সংখ্যা নির্বাচন করে সরাসরি নির্দিষ্ট সংখ্যার ট্যাবে যাওয়া যাবে।
Ctrl + D বর্তমান পাতাটি বুকমার্ক হিসেবে রাখতে।
Ctrl + L ওয়েব ঠিকানা লিখতে।
Ctrl + K কোনো তথ্য খোঁজার ঘর (বক্স) খুলবে।
আল্লাহহাফেজ।
পোষ্ট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।