ছবিসহ দেখে নিন আপনার অবর্তমানে আপনার কম্পিউটারে কে, কি ধরনের কাজ করল!!! Hidden Capture

বিসমিল্লাহীর রহমানির রাহীম

কারনে অকারনে আমাদের কম্পিউটার গুলো অনেকেই ব্যবহার করে থাকে। অনেক সময় আমাদের জানতে ইচ্ছা হয় যে, আমাদের কম্পিউটারে কে, কি ধরনের কাজ করল। কিন্তু তা আমরা এতো সহজেই জানতে পারি না। আবার অনেকেই আছেন এক্সপার্ট যারা বিভিন্ন পদ্ধতি/সফটওয়্যার ব্যবহার করে চেক করে নেন এই জিনিস গুলো।

জানার অভাবে আমিও অনেক দিন ধরেই বঞ্চিত ছিলাম এই ট্রিক্স গুলো থেকে। তবে আজ একটি সফটওয়্যার পেলাম মাত্র দেড় মেগাবাইট ওজনের। দারুন কাজ করেছে সফটওয়্যারটি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

Hidden Capture

Screenshot_45

ডাউনলোড লিংক= http://uppit.com/t318szlfdad1/Hidden__by_www.techtonesbd.com.zip

ভাই সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারলাম না বলে দু:খিত। তবে বিস্তারিত দেখতে চাইলে সফটওয়্যারটি ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন। আল্লাহ হাফেজ।

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply