বিসমিল্লাহীর রহমানির রাহীম
কারনে অকারনে আমাদের কম্পিউটার গুলো অনেকেই ব্যবহার করে থাকে। অনেক সময় আমাদের জানতে ইচ্ছা হয় যে, আমাদের কম্পিউটারে কে, কি ধরনের কাজ করল। কিন্তু তা আমরা এতো সহজেই জানতে পারি না। আবার অনেকেই আছেন এক্সপার্ট যারা বিভিন্ন পদ্ধতি/সফটওয়্যার ব্যবহার করে চেক করে নেন এই জিনিস গুলো।
জানার অভাবে আমিও অনেক দিন ধরেই বঞ্চিত ছিলাম এই ট্রিক্স গুলো থেকে। তবে আজ একটি সফটওয়্যার পেলাম মাত্র দেড় মেগাবাইট ওজনের। দারুন কাজ করেছে সফটওয়্যারটি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
Hidden Capture
ডাউনলোড লিংক= http://uppit.com/t318szlfdad1/Hidden__by_www.techtonesbd.com.zip
ভাই সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারলাম না বলে দু:খিত। তবে বিস্তারিত দেখতে চাইলে সফটওয়্যারটি ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন। আল্লাহ হাফেজ।