বিমমিল্লাহীর রমানির রাহীম
Tor Browser এর নাম এখন মোটামুটি সকলেই জানেন। Tor Browser এর মাধ্যমে আপনি ডীপ ওয়েবে অবাধে বিচরণ করতে পারবেন। তবে এই ব্রাউজার ব্যবহারে সবচেয়ে মজার দিক হল আপনি যেসকল ওয়েব সাইট সরকার বন্ধ করে দিয়েছে। সে সকল ওয়েবসাইটে আপনি নির্বিঘ্নে বিচরণ করতে পারবেন।
যেমন ধরেন কিছু দিন আগে ইউটিউব বন্ধ ছিল। বা মনে করেন সরকার যদি যেকোন সময় ফেসবুক বন্ধ করে দেয়। তাহলে কি করবেন?
বসে বসে আঙ্গুল চোষাতো আর যাবে না। কিছু একটা করতে হবেই। তবে প্রতিকারের চেয়েপ্রতিরোধই সর্বোত্তম। তাই আগথেকেই ডাউনলোড করে রাখুন Tor Browser এর লেটেষ্ট ভার্সন!
ডাউনলোড করতে এই লিংকে যান।
কোন সমস্যা হলে নিচে কমেন্ট বক্সতো আছেই।
আল্রাহ হাফেজ।