বিসমিল্লাহীর রহমানির রাহীম
আজ একটি বিশেষ প্রয়োজনীয় সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি। সফটওয়্যারটির নাম হল TeamViewer . যারা TeamViewer সম্পর্কে জানেন তাদেরকে তো আর নতুন করে বলার কিছুই নেই। তবে যারা নতুন তাদের জন্য টিম ভিউয়ার সম্পর্কে কিছু বলছি…
TeamViewer হল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার ঘরে বসেই পৃথিবীর যেকোন প্রান্তে থাকা কম্পিউটার নিজে অপারেট বা চালাতে পারবেন ! কি অবাক হয়ে গেলেন?
প্রযুক্তির এই চরম উন্নতির যুগে অবাক হওয়ার কিছুই নেই। তবে আপনার মত আমিও অবাক হয়েছিলাম। কিন্তু আমার যখন আমার এক বন্ধু তার গ্রামের বাড়ি পটুয়াখালী বসে থেকে আমার কম্পিউটারটি অপারেট করেছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে কথা গুলো সত্যিই। একজায়গায় বসে আরেক জায়গার কম্পিউটার খুব সহজেই অপারেট করা যায়। তবে শর্ত হর অবশ্যই ইন্টারনেট সংযোগ দুটি কম্পিউটারেই থাকতে হবে আর দুটি কম্পিউটারেই TeamViewer থাকতে হবে।
যাক অনেক কথা বলে ফেললাম। এখন কাজের কথায় আসি। বলেছিলাম TeamViewer এর সর্বশেষ ভার্সন শেয়ার করব। তো চলুন জেনে নিই নতুন ও সর্বশেষ টিম ভিউয়ার সম্পর্কে:
TeamViewer
ফাইলটির ওজন: প্রায় 6 মেগাবাইট
ভার্সনটি হচ্ছে : 9.0.29480 (এখন পর্যন্ত সর্বশেষ)
রিলিজ পেয়েছে: 17-06-204 তারিখে
যেসকল অপারেটিং সিস্টেমে চলবে: উইন্ডোজ এক্সপি/উইন্ডোজ 7/উইন্ডোজ 8/ উইন্ডোজ 2000/উইন্ডোজ মি প্রভূতি।
নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম। প্রয়োজন থাকলে এখনই ডাউনলোড করে নিতে পারেন।
http://uppit.com/4b7n5fsnic2q/TeamViewer_Setup_techtonesbd.com.zip
আ্ল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।
Thanks for share. 🙂