বিসমিল্লাহীর রহমানির রাহীম
আছছালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ-তায়ালার রহমতে সকলেই ভালো আছেন। মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন (আমিন) এই প্রত্যাশা নিয়ে আজকের পোষ্ট শুরু করছি।
মূলত আমার এই পোষ্ট মোটর বাইক প্রেমীদের জন্য। যারা সারা দিন স্বপ্ন দেখেন মোটর বাইক নিয়ে, তাদের জন্য ই আমার এই পোষ্ট।
তো চলুন দেখে নিই পৃথিবীর দশটি দামী Motorcycles
প্রথমেই আসছে যেটি……. সেটি হল…………..
প্রথম- “Ecosse ES1 – দাম $ 3.6 মিলিয়ন
প্রতি ঘন্টায় 250 মাইলের উপরে এর গতি! এবং ইঞ্জিন: 200 BHP . এই Motorcycles শুধুমাত্র সরকারী আদেশ উপর নির্মিত হবে।
দ্বিতীয়ত- “হার্লে ডেভিডসন কসমিক স্টারসীপ – দাম $ 1 মিলিয়ন”
এর মালিক হলেন শিল্পী জ্যাক আর্মস্ট্রং। আমেরিকানদের কাছে এটি খুবই জনপ্রিয়। যেহেতু এটির মালিক একজন শিল্পী তাই এ্ মটর বাইকটিতে প্রচুর আর্ট রয়েছে যা মটর সাইকেলটিকে আরোও সৌন্দর্যমন্ডিত করেছে।
তৃতীয়ত-
“Dodge Tomahawk V10 দাম $555,000”
দেখতে প্রায় একটি জন্তুর মতই এটি। এর ক্ষমতা হচ্ছে 500 হর্সপাওয়ার। ইঞ্জিন হচ্ছে V10। আর দৌড়াতে পারে প্রতি ঘন্টায় 420 মাইলেরও উপরে। অর্থাৎ প্রতিটি মিনিটে প্রায় 7 মাইল যেতে পারে এই মোটর সাইকেলটি! আরেকটি বৈশিষ্ট্য আছে এর, তাহল এর চাকা দুটি নয় বরং চারটি।
চতুর্থত-
ইয়ামাহা Roadstar BMS কাটারী দাম: $500,000
মূলত এটি স্বর্ণ দিয়ে মোড়ানো অসাধারণ মডেলের একটি মোটর সাইকেল।
পঞ্চমত-
Ecosse Titanium Series FE Ti XX দাম $300,000
এর হর্স পাওয়ার হচ্ছে 225!
৬ষ্ঠত-
Ducati Desmosedici D16RR NCR M16 দাম– $232,500
এর হর্স পাওয়ার হচ্ছে 200!
সপ্তমত-
Ducati Testa Stretta NCR Macchia Nera Concept – দাম $225,000
এটির আছে ফোরষ্ট্রোক ইঞ্জিন আর এর হর্স পাওয়ার হচ্ছে 185, প্রতি ঘন্টায় আপনাকে নিয়ে চলতে পারবে প্রায় 250 মাইলেরও বেশী!
অষ্টমত-
Suzuki AEM Carbon Fiber Hayabusa দাম $160,000 থেকে 200,000
এই অত্যাধুনিক মোটর বাইকটি বানিয়েছে সুজুকি 2008 সালে। প্রতি ঘন্টায় 186 মাইলেও বেশী গতিতে চলতে সক্ষম এটি।
নবম-
MTT Turbine Streetfighter with Rolls Royce Turbine Engine দাম $175,000
এর হর্স পাওয়ার হচ্ছে 320 এরও বেশী। 249 মাইল চলতে পারে প্রতি ঘন্টায়। তাছাড়া এটিতে একটি রিয়েল মাউন্ট ক্যামেরা ও একটি এল.সি.ডি ডিসপ্লে আছে।
দশম-
Icon Sheene দাম $172,000
আজ এই পর্যন্তই।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtonesbd
একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
আল্লাহ হাফেজ।