বিসমিল্লাহীর রহমানির রাহিম
অনেক সময় ভাইরাসের ভয়ে প্রয়োজনীয় ফাইলটিকে আমরা সিডি/ডিভডিতে সংরক্ষণ করে থাকি। কিন্তু যদি দেখেন কিছুদিন পরে ঐ সিডি/ডিভিডি টাও নষ্ট হয়ে যাচ্ছে তখন কি করবেন?
এই রকম অনেক সময় হয়। আমি একবার কয়েকটি সিডিতে গ্রাফিক্সের কাজের জন্য প্রয়োজনীয় কিছু ফাইল রাইট করে রেখেছিলাম। মাস কয়েক পরে বিশেষ কারণে আমার হার্ড ডিক্স ফরমেট হয়ে যায়। আর হারিয়ে যায় আমার ৪/৫ বছরের সংগ্রহশালা হয়ে যায়। তখন পূর্বে রাইট করা ঐ ফাইল গুলোকে সিডি থেকে কপি করতে গিয়ে দেখি সিডি গুলো নষ্ট হয়ে গিয়েছে। কপি করতে গেলে বলে ফাইল করাপ্টেড। তখন একটি সফটওয়্যার সংগ্রহ করে ছিলাম। যেটি দিয়ে করাপ্টেড ফাইল কপি করা যায় খুব সহজেই। ফাইলটি পাবেন http://www.roadkil.net/program.php/P29/Unstoppable%20Copier এই ওয়েব সাইটে।ওজন মাত্র ৫০০কেবির মত! ডাউনলোড হলে সেটআপ দিয়ে Sourec এর আপনার করাপ্টেড ফাইলটি নির্বাচন করুন। এবং Target এ আপনার কপি করার টার্গেট ফোল্ডার নির্বাচন করে Copy তে ক্লিক করুন। দেখবেন কপি করা শুরু হয়েযাবে ইনশআল্লাহ।
প্রিয়তে রাখলাম, ধন্যবাদ ।