বিসমিল্লাহীর রহমানির রাহীম
সবাই চায় নিজের কম্পিউটার অপারেটিং স্পীডকে আরও গতি সম্পন্ন করতে। এক্ষেত্রে কী বোর্ডে শর্টকাট কী ব্যবহার অসাধারণ কাজ করে। আমার দেখা মতে যারা ভালো কম্পিউটার অপারেটর তারা বার বার মাউসে ধরার পরিবর্তে সাধারণত কী বোর্ড দিয়েই তাদের প্রয়োজনীয় কাজ গুলো সেরে নেয়। তাই তাদের অপারেটিং স্পীড অনেক বেড়ে যায়। আমার কাছে একটি ই-বুক আছে যেটির মাধ্যমে আপনি উইন্ডোজের শত শত শর্টকাট কী সম্বন্ধে জানতে পারবেন। আপনাদের সাথে শেয়ার করলাম।
http://www.mediafire.com/download/0otdca19zbhccha/windows_shortcut_techtonesbd.com.zip
ভাই আমিওতো আপনারই মতই, একজন রক্তে-মাংসে গড়া মানুষ তাই আমার কি ভূল-ত্রূটি থাকতে পারে না?
আল্লাহ হাফেজ।
সর্ব প্রথম প্রকাশিত হয়েছে আমার ব্লগে www.pchelpcarebd.blogspot.com