বিসমিল্লাহীর রহমানির রাহীম
মিডিয়া প্লেয়ারের জগৎ এ VLC Media Player একটি জনপ্রিয় নাম। এই VLC এর পূর্ণ অভিব্যাক্তি হচ্ছে Video Lan Corporation . এটি একটি নন প্রফিট ওপেন সোর্স ওর্গানাইজেশন কর্তৃক তৈরীকৃত সফটওয়্যার। যেকোন ভিডিওকে সর্বোচ্চ সাউন্ডে বাজানো বা প্লেকরানো জন্য VLC এর জুরি নেই। ভিডিওর সাধারণ সাউন্ডের চাইতে প্রায় 400% বেশী সাউন্ড পাওয়া যায় VLC এর মাধ্যমে।
এটি একটি নন প্রফিট ওপেনসোর্স মাল্টিমিডিয়া প্লেয়ার হিসাবে সকলের জন্য 100% ফ্রি! ইদানীং বের হয়েছে এর নতুন ভার্সন 2.1.5 । উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, লিনাক্সসহ প্রায় সকল অপারেটিং সিস্টেমেই এই VLC মিডিয়া প্লেয়ারটি সাপোর্ট করে। তাই আর কথা না বাড়িয়ে ডাউনলোড লিংক দিয়ে দিলাম। যদি কারও কালেকশনে না থাকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।