বিসমিল্লাহীর রহমানির রাহীম
সারা দিন না খেয়ে থাকতে রাজি আছেন, কিন্তু ফেসবুক ছাড়া থাকতে রাজি নাই এমন লোক আমাদের সমাজে এখন অহরহ। আমি নিজে কথাই আগে বলে নিই- এখন দুপুর 12টা 24 মিনিট। অথচ আমি যে সকালে নাস্তা করিনি তা এই মাত্র মনে পড়ল!
শুধু আমিই না আমার জানামতে এই রকমের ফেসবুক পাগলাদের বেলার পর বেলা খাবার সময় নাই। আবার রাতে ঘুমাতে গিয়েও যদি একবার ফেসবুকে ঢুকি তাহলে রাতের ঘুম হারাম। গত রাতে আমি প্রায় 12.30মিনিটে ঘুমিয়েছি। এর আগের রাতে 1টায় ঘুমিয়েছিলাম।
তো ভেবে দেখুন কি পরিমান পরিম্রম করে একটি ফেসবুক আইডিকে ফ্রেন্ডদিয়ে সমৃদ্ধশালী করতে হয়। এত্তো কষ্ট করে একটি আইডিতে হাজার হাজার ফ্রেন্ড যোগার করলেন। কিন্তু হঠাৎ দেখলেন আপনার আইডিটা ব্লক হয়ে গিয়েছে। তখন কি করবেন?
99% লোকেরই নিজের মাথার চুল টেনে ছিড়া ছাড়া আর কিছুই করা সম্ভবনা। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।
তাই আপনাদের সাথে আজ একটি ফেসবুক টিপস শেয়ার করছি যা আপনাকে বক্ল হওয়া থেকেতো বাঁচিয়ে রাখবেই, আশা করি যে ইনশআল্রাহ আপনার আইডি ব্লক হলেও আপনি আবার ফিরে পেতে পারবেন।
এজন্য ফেসবুক আইডি ব্লক হওয়া থেকে বেঁচে থাকতে কিছু টিপস…..
টিপস – ১
বতর্মানে facebookএ অনেকের এ্যাকাউন্ট কোন কারণ ছাড়াই block হচ্ছে। এতে lock খুলতে # photo # verificationকরতে হয়। যা ৯৯ % ক্ষেত্রেহয়না। যদি আপনার এ্যাকাউন্টে এ রকম জটিল পরিস্তিতি থেকে রক্ষা করতে চান
তাহলে। নিচে ধাপ অনুসারন করুন –
প্রথমটি হল আপনার security যান। এখন Secure Browsing এ গিয়ে যদি পারুন Disable করে দিন। [যদি Disable হয় তহেলে মনে রাখবেন যেকোন মোবাইল থেকে বা কম্পিউটারথেকে ফেসবুকে লগ ইন করার পর চলে আসার সময় কিন্তু লগ আউট করে আসবেন। পাসওয়ার্ড ব্রাউজারে রিমেম্বার দিবেন না।] উপরের টিপস এর মাধ্যমে যদি Disable করতে না পারুন তাহলে থাক করা লাগবে না। নিচের টিপসটি দেখুন- সরাসরি চলেযান Security তে এখান থেকে Trusted Connects এ যান। এখানে আপনার ৩-৫
টি বন্ধুকে add করুন (মনেরাখবেন এখানে যাদের এড করবেন তারা যেন আপনার ব্যক্তিগত পরিচিত হয়)।
এবার passwordদিয়ে সেভ করেন। আপনার account a কোন সমস্যা হলে ঐ বন্ধুদের সাহায্য নিয়ে আবার account
ফিরে পাবেন।
টিপস – ২
আমাদের এই পোষ্টটি না দেখে থাকলে একবার দেখে নিন
টিপস – ৩
যদি এটিও না দেখে থাকুন তাহলেে একবার দেখে দিন
ভাই আমিওতো আপনাদের মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
আমার ব্লগ= www.pchelpcarebd.blogspot.com
আল্রাহ হাফেজ।