বিসমিল্লাহীর রহমানির রাহীম
********************সকলকে অনুরোধ করব, সবাই এই পোষ্টটি ফেসবুকে এবং
নিজের ব্লগে শেয়ার করুন, হয়তো আপনি পটুয়াখালীর নয়, কিন্তু আপনার ফ্রেন্ড
লিষ্টের কেউ পটুয়াখালীর থাকতে পারে যে, আপনার পোষ্টটি দেখে আমাদের এই
ট্রেনিং এ যোগ দিতে পারবে, আবার এমনও হতে পারে দূরের কেউ পটুয়াখালীতে
বেরাতে আসবে, কিন্তু আপনার এই পোষ্টটি পড়ে সে এই সময়ের ভিতরে চলে আসবে,
এবং আমাদের সাথে যোগ দিবে**************************
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। যাক কাজের কথায়
আসি, বাংলাদেশ এখন টেকনোলজির দিক থেকে অনেকটাই এগিয়ে, আবার ফ্রীল্যান্সি
এও বাংলাদেশের অবদান বর্তমানে অবাক করার মত। আর এখন বর্তমানে কেউ
ইন্টারনেট বলতে শুধুমাত্র ফেসবুক, মেইল আর কিছু ওয়েবসাইট ভিজিট করার
মধ্যে সীমাবদ্ধ নেই সবাই ইন্টারনেট থেকে আয়ের উৎস খুঁজে বেড়ায়। এর মধ্যে
যুব সমাজই বেশী আগ্রহী হচ্ছে ইন্টারনেট থেকে আয়ের ব্যাপারে। আজকাল
ইন্টারনেট এর সাথে পরিচিত কিন্তু ফ্রীল্যান্সিং এর সাথে জড়িত না বা নাম
শোনেনি এমন মানুষ খুবই কম। ফ্রীল্যান্সিং করে টাকা উপার্জন ভূয়া বা
মিথ্যা কিছুই না তব এই পথে কেউ কেউ সঠিক পথে পা বাড়িয়ে সফল হচ্ছে, আবার
কেউ বা প্রতারিত হচ্ছে বিভিন্ন প্রতারক ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক।
কয়েক মাস আগেও বাংলাদেশে পি.টিসি নামক ভূয়া ফ্রিল্যান্সিংয়ের নামে লক্ষ
লক্ষ যুবকের হাত থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা যেটা আজ অনেকটাই
বন্ধের পথে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। আপনারা যারা ইন্টারনেট থেকে আয় করতে
আগ্রহী তাদেরকে বলছি দয়া করে কোন কাজ না শিখে শুধুমাত্র ক্লিক টু আর্ন বা
সহজ কোন ইনকামের পথে পা বাড়িয়ে নিজেকে প্রতারকদের হাতে সঁপে দিবেন না। সব
সময় একটা কথা মনে রাখবেন টাকা উপার্জন করতে হলে আপনাকে কষ্ট করতেই হবে।
আপনি কম্পিউটার এবং ইন্টারনেট এর ব্যাপারে যেসব কাজ জানেন ফ্রীল্যান্সি এ
আপনি তাই নিয়েই কাজ করে উপার্জন করতে পারবেন। তবে বর্তমানে
ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো শিখে সবাই বেশী সাফল্য অর্জনে সক্ষম তার
মধ্যে অন্যতম হল Web development, Graphic Design, WordPress, Web
Design, SEO সহ আরো অনেক কিছু। আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে বরিশাল
বিভাগটি এই সকল কাজ থেকে অন্যান্য বিভাগ থেকে অনেক পিছিয়ে আছে। তাই আমি
মনে মনে ঠিক করলাম আমাদের এসব অঞ্চলে অন্তত নিজে যা জানি তা অন্যান্যদের
মধ্যে ছড়িয়ে দিয়ে ফ্রীল্যান্সিংয়ে এগিয়ে যেতে সাহায্য করব। আমারা আপনাদের
কাছ থেকে ট্রেনিং বাবদ কোন টাকা নেব না আর টাকা দেওয়ার লোভ ও দেখাবো না।
তবে জেনে রাখা ভালো আপনি এসব কাজে নিজেকে পারদর্শী করে তুলতে পারলে প্রতি
মাসে ৮০ থেকে ৯০ লক্ষ টাকা উপার্জন করা খুব কঠিন ব্যাপার হবে না, যেমন
আর.আর. ফাউন্ডেশনের এ্যাডমিন (রাসেল আহম্মেদ) ভাই বর্তমানে এই পর্যায়ে
পৌছে গেছে। এমনকি তাকে নিয়ে ‘দৈনিক পত্রিকা (প্রথম আলোতে)’ ও তাকে নিয়ে
প্রতিবেদন ছাপা হয়েছে। কিন্তু এর জন্য আপনাদের কষ্ট তো করতেই হবে।
কাজগুলো মন দিয়ে শিখতে হবে এবং ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। এত টাকা
না হোক এর চেয়ে কম হলেও ভাল একটা উপার্জন করতে তো সক্ষম হবেন আশা করি। আর
রাসেল আহম্মেদ ভাইয়ের কথা বলতে গেলে কি বলব, তার চেষ্টা দেখে আমি অবাক।
সে এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়ে ফ্রি শিখাচ্ছেন, আবার ভিডিও
টিউটোরিয়াল ও করেছেন। আর আমি আপনাদের সেই রাসেল ভাইয়ের করা ভিডিও
টিউটোরিয়াল গুলোও ফ্রি দিব। যাতে করে আমার কাছ থেকে মোটমুটি ধারনা নিয়ে
ভিডিও টিউটোরিয়াল দেখে প্রোফেশনালদের মত কাজ করা শিখতে পারেন। আর এই
ভিডিও টিউটোরিয়াল গুলোতে কাজগুলো এত সুন্দর করে বাংলা ভাষায় বুঝানো হয়েছে
যা আপনি এই ভিডিও টিউটোরিয়াল দেখলে অল্পতেই বুঝেতে পারবেন। বরিশাল
বিভাগের মধ্যে পটুয়াখালীর কথাতো বলতে গেলেই মন খারাপ হয়ে যায়। কারন
পটুয়াখালী এসব দিকে অনেক পিছিয়ে আছে। তাই আমি চিন্তা করেছি আমি যতটুকু
যানি তা নিয়ে ৩ দিনের একটি ফ্রি ট্রেনিং দিয়ে সবাইকে এই বিষয়ে যতটা সম্ভব
জানতে সাহায্য করব। আমাদের এই ট্রেনিংয়ে কি কি শিখবেন সেগুলো একটু দেখে
নিনঃ
০১। ওয়ার্ডপ্রেস কি?
০২। ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে সুবিধা কি?
০৩। ওয়েব সাইট কি?
০৪। একটি ওয়েব সাইট কি কি কাজে ব্যবহার হতে পারে?
০৫। একটি ওয়েব সাইট কিভাবে তৈরী করবেন?
০৬। নিজের নামে একটি ফ্রি/প্রিমিয়াম ওয়েব সাইট কিভাবে তৈরী করবেন?
০৭। একটি ওয়েব সাইট তৈরী করতে আপনাকে কি কি জানতে হবে?
০৮। ডোমেইন এবং হোষ্টিং কি?
০৯। ডোমেইন এর কাজ কি?
১০। হোষ্টিং এর কাজ কি?
১১। ডোমেইন এবং হোষ্টিং কোথায় পাবেন?
১২। ডোমেইন এবং হোষ্টিং এর কনফিগার কিভাবে করবেন?
১৩। সি প্যানেল কি? এটির প্রয়োজনীয়তা কী?
১৪। কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে একটি সাইট একদম শুরু থেকে কিভাবে সেট করে
পরিপূর্ণ একটি ওয়েব সাইট তৈরী করবেন?
১৫। ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে কাজ করবেন?
১৬। ওয়ার্ডপ্রেস সাইটের প্রতিটি টুলবারের প্রয়োজনীয়তা এবং তার কাজ সম্পর্কে ধারনা।
১৭। একটি সাইট কিভাবে মেইন্টেন করবেন?
১৮। একটি সাইট থেকে আপনি কিভাবে টাকা উপার্জন করতে পারবেন?
১৯। ইন্টারনেট সংযোগ ছাড়াই নিজের কম্পিউটারকে লোকাল হোষ্ট সার্ভার বানিয়ে
কিভাবে আপনার ওয়েব সাইট ডেভেলপমেন্ট করবেন?
২০। লোকাল হোষ্ট কি?
২১। লোকাল হোষ্ট কি কাজে ব্যবহার হয়?
২২। লোকাল হোষ্ট দিয়ে কিভাবে কাজ করবেন?
২৩। প্রয়োজন হলে প্রয়োজনীয় সফটওয়ার ফ্রি দিয়ে দেওয়া হবে এবং
২৪। ওয়ার্ডপ্রেস বেসিক ভিডিও টিউটোরিয়াল ফ্রি দেওয়া হবে।
রেজিষ্ট্রেশনের শুরু হবে ১০/০৬/২০১৩ইং, রেজিষ্ট্রেশন করতে হবে অনলাইনে,
আর কখন কি করতে হবে, এবং নিয়মকানুন তা এই গ্রুপে
https://www.facebook.com/
(পটুয়াখালী) আপডেট জানানো হবে। তাই আপনি এখনই এই গ্রুপে জয়েন্ট করে
থাকুন।
[বিঃ দ্রঃ আমাদের বিভিন্ন যায়গাতে/ভার্সিটিতে/পটুয়াখালী বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ/ বিভিন্ন দোকান এলাকায় বিজ্ঞাপন দিতে কিছু
টাকা খরচ হচ্ছে, তাই আমরা সেই টাকার সুবাধে রেজিষ্ট্রেশন ফি ৫০ টাকা করে
নিব, আর ক্লাশের কোন চার্জ নেই। আমরা শিখানোর জন্য কোন নিজের খরচ নিচ্ছি
না, যাষ্ট আমাদের খরচ হচ্ছে সেই খরচই শুদু নিতেছি, আর এমনিতেই
ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আপনি ৫০ টাকাতো দূরের কথা ৩ থেকে ৫ হাজার টাকা
লাগবে নিম্নতম, আর থাকা খাওয়ার খরচতো আছেই, তারপর শুদু শিখাবেই ক্লেস
শেষে কোন সহযোগীতা করবে না, আর আমরা রাসেল ভাইয়ের অত্যন্ত সুন্দর করে
বুঝিয়ে বলা ভিডিও টিউটোরিয়ালও ফ্রি দিব। তাই এই ৫০ টাকার মায়া ছেড়ে দিয়ে
চলে আসুন।]
হুম দারুন উদ্যোগ, ধন্যবাদ শেয়ার করার জন্য। 😛