বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
দেশে এখন বর্তমানে অনেক পাগল পাওয়া গেলেও এমন পাগল পাওয়া যাবে কিনা জানি না ‘যে কম্পিউটার ব্যবহার করে, কিন্তু এন্টিভাইরাস ব্যবহার করে না’। হয়ত বা কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, তাই কেউ আবার মনে কিছু নিবেন না।
যাক আসল কথায় আসি…..
এটি এই ব্লগে আমার প্রথম পোষ্ট। তাই ভূলত্রূটি গুলো কে কিন্তু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবন। বলতে চেয়েছিলাম যে, এভাস্ট এন্টিভাইরাস সম্পর্কে। তবে এটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। পাগলেও জানে এর গুণাগুণের কথা। তাই ভাবলাম এই বহুল প্রচলিত এন্টিভাইরাসটির লাইন্সেন কী শেয়ার করি। যাদের কাছে এখন পর্যন্ত এভাস্টের দীর্ঘ মেয়াদী এই লাইন্সেস কী নেই তারা এখনই সংগ্রহ করে রাখতে পারেন।
Serial#1 : S1924971R9967A0912-R420JFFE
Serial#2 : W6754380R9978A0910-4TZ59467
Serial#3 : W24739070H1400A0711-90EL0VN7
উপরের ৩টি থেকে যেকোন একটি দিয়ে যদি আপনি এভাষ্ট এর রেজি: করেন তাহলেই দেখবেন আপনার এভাষ্ট এন্টিভাইরাস ২৬ বছরের মেয়াদ পেয়েছে! কি অবাক হয়ে গেলেন? বিশ্বাস হল না? তাহলেই ব্যবহার করেই দেখুন…
আর যদি এভাষ্ট এর লেটেষ্ট এন্টি ভাইরাস ডাউনলোড করতে চান, তাহলে নিচের লিংকে ক্লিক করুন।
CLICK HERE FOR DOWNLOAD THE LATEST AVAST
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
গুড