বিসমিল্লাহীর রহমানি রাহীম
বর্তমান সময়ের সবচেয়ে বহুল ব্যবহৃত মোবাইল ফোনের কথা বলতে গেলে এক কথায় বলতে হবে যে, চায়নাদের তৈরী ফোনগুলোই হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ফোন। আর চায়নাদের তৈরী এই ফোন মানেই mp4 ভিডিওর ঝিলিক। আর একথা অনস্বীকার্য যে, মোবাইলের উপযোগী ভিডিও গুলোর মধ্যে ভিডিও ও সাউন্ড কোয়ালিটির জন্য mp4 ই সর্বজন সমাদৃত।
চলুন দেখে সহজেই কিভাবে সিডি থেকে ভিডিওকে mp4 করা যায়।
প্রথমেই আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির নাম WinAVI MP4 Video Converter. এটির মাধ্যমে আপনি খুব সহজেই mp4 করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লক করুন।
http://www.mediafire.com/download/gl2qea069gl0r12/winavi_mp4_video_converter.zip
সফটওয়্যারটি সাথেই এই ক্রাকটি আমি দিয়েদিয়েছি। তাই ডাউনলোড হয়েগেলেই এইকে সেটআপ দিয়েদিন।সেটআপ হলে এখন ডেক্সটপ থেকে সফটওয়্যারটির শর্টকাটে ডাবলক্লিক করুন। এখন দেখবেন এই ওপেন হবে।
১। আপনার পিসিতে যেকোন একটি সিডিথেকে ভালো এটি ভিডিও ফাইল কপি করে ডেক্সটপে রাখুন।
২। এখন সফটওয়্যার mp4 নামক একটি বাটন আছে এটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথেই হার্ডিক্স ওপেন হবে ঐখান থেকে আপনার সিডি থেকে কপি করা ভিডিও ফাইলটিতে ক্লিক করে open এ ক্লিক করুন।
৩। এখন Advanced নামক বাটনটিতে ক্লিক করুন।
৪। দেখবেন নিচের চিত্রের মত একটি উইন্ডো এসেছে-
৫। এখন এখান থেকে শুধু লাল দাগের মার্ক করা জায়গায় টিক দিয়ে মেগাবাইট দিয়ে ok দিন। তাহলেই আপনার কনভার্ট শুরু হয়ে যাবে ইনশআল্লাহ।
আর একটি কথা মেগাবাইটের ক্ষত্রে একটু বুঝে দিবেন। যদি আপনি ভালোকোয়ালিটর ভিডিও বানাতে চান তাহলে সিডি থেকে কপি ভিডিওটির ১০ ভাগের ১ ভাগ সর্ব নিম্ম দিতেই হবে। যেমন আপনার কপি করা ভিডিওটি যদি ৫০ মেগাবাইট হয় তাহলে এখানে ৫ মেগা সিলেক্ট করে দিন। যত ভালো কোয়ালিটি চান তত মেগা বাড়িয়ে দিন। আবার মনে রাখবেন, খুব হাই কোয়ালিটি mp4 কিন্তু সব মোবাইলে ওপেন হয় না। তাই এক্ষেত্রে আপনার মোবাইল অনুযায়ী মেগাবাইট সিলেক্ট করুন।
চেষ্টা করেছি সহজ করে বলার জন্য।যেন সবাই সহজেই শিখতে পারে।
যদি আরোও কনভার্ট শিখতে চান বা কোন সমস্যা হয় বা পোষ্টটি যদি ভালো বা মন্দ লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। তাতে ই কৃকার্থ হব।
ভাই আমিতো আপনার মতই একজন রক্তেমাংসে গড়া মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি থাকতে পারে না?
আল্লাহ হাফেজ।