বিসমিল্লাহীর রহমানির রাহীম
প্রায়শই কম্পিউটার থেকে আমরা ভূলে ফাইল ডিলেট করে ফেলি বা অনেক সময় ইচ্ছাকৃতভাবেই ফাইল ডিলেট করে থাকি। কিন্তু পরবর্তী সময়ে ঐ ফাইল গুলোর আবার প্রয়োজন পড়ে যায়। তখনই প্রয়োজন পড়ে ডিলেটেড ফাইল রিকোভারি করার।
আর এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ডিলেটেড ফাইল রিকোভারি করার অন্যতম একটি সফটওয়্যার রিকুভা। রিকুভার মাধ্যমে আপনি মোটামুটি সবধরনের ফাইলকেই রিকোভারি করতে পারবেন। যেমন ধরেন, ওয়ার্ড, এক্সেল, এক্সেস, অডিও, ভিডিও, ফটোশপ ফাইল, ইলাষ্ট্রেটর ফাইল, টেক্সট ডকুমেন্ট প্রভূতি ফাইল সহজেই রিকোভারি করে নিতে পারবেন।
তবে আমি দেখেছি……. ভিডিও ফাইলের ক্ষেত্রে যদি হাই ডেফিনেশন বা এইচডি ফাইল হয় তাহলে সহজেই তা রিকোভারি হয়ে যায় এবং খুবই ভালোই চলে। কিন্তু যদি নিম্মমানের ভিডিও ফাইল যেমন থ্রীজিপি ফাইল হয় তাহলে রিকোভারি হলেও বেশিরভাগ ক্ষেত্রে চলে না। আবার অনেক ক্ষেত্রে নিম্ম মানের ভিডিও ফাইল হলেও খুবই ভালো চলে।
যাদের কালেকশনের নেই তারা এখনই ডাউনলোড করে নিতে পারেন। রিকুভা ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন।
Recuva_by_Techtonesbd.com.zip (মিডিয়া ফায়ার লিংক)
কোন সমস্যা হলে কমেন্ট করে বলুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।