বিসমিল্লাহীর রহমানির রাহীম
পিডিএফ / PDF এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে Portable Document Format. আমাদের প্রাত্যাহিত প্রযুক্তিক জীবনে পিডিএফ / PDF ফাইল এখন অতি প্রয়োজনীয় একটি বস্তুতে পরিণত হয়েছে। এখন যেকোন ফাইল বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড-এক্সেল-ইলাষ্ট্রেটর-ফটোশপ প্রভূতি ফাইলকে কারণে অকারণে পিডিএফ / PDF এ পরিণত করতে হয়।
তাই পিডিএফ / PDF মেকার সফটওয়্যার গুলো আমাদের বিশেষ করে অফিসের পিসিতে অবশ্যই সেটআপ করা থাকতে হয়। কারণ কোন ফাইল যেমন মাইক্রোসফট ওয়ার্ড-এক্সেল-ইলাষ্ট্রেটর-ফটোশপ প্রভূতি ইমেইল করার সময় তা পিডিএফ করে নিতে হয়। অবশ্য পিডিএফ না করলেও চলে।
কিন্তু ধরেন আপনি ইলাষ্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে একটি গ্রাফিক্স ডিজাইন ফাইল তৈরি করলেন। ডিজাইনটি দেখানো জন্য কারও কাছে ইমেইল করলেন । সাধারণত ইলাষ্ট্রেটর এর ফাইল গুলো .ai বা .eps ফরমেটে থাকে। এখন যদি তার পিসিতে ইলাষ্ট্রেটর সেটআপ না থাকে তাহলে .ai বা .eps ফরমেটের ফাইল গুলো ওপেন হবে না। তাই পিডিএফ ফরমেটে ফাইল মেইল করলে খুবই ভালো হবে। আর এজন্যই সাধারণত প্রায় সকল পিসিতেই পিডিএফ ফাইল ওপেন করার জন্য Acrobat Reader থাকে।
যেকোন ফাইলকে পিডিএফ এ রূপান্তর করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। কিন্তু সফটওয়্যার গুলো খুবই ভারী হয়ে থাকে। তাই আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করছি, যেটি মাত্র 4মেগাবাইটের মত ওজন এবং এর সাহায্যে আপনি খব সহজেই যেকোন ফাইল (যেমন মাইক্রোসফট ওয়ার্ড-এক্সেল-ইলাষ্ট্রেটর-ফটোশপ) পিডিএফ এ রূপান্তর করতে পারবেন।
সফটওয়্যারটির নাম হচ্ছে Do PDF ! ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। (মিডিয়া ফায়ার লিংক)
https://www.mediafire.com/?ngu4v4nmnutl5lm
পিডিএফ/PDF করার নিয়মাবলী
ধরুন আপনি একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে পিডিএফ করবেন।
- প্রথমে ডাউলোড করা ফাইলটি সেটআপ করুন।
- সেটআপ শেষ হলে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন করুন।
- এখন Ctrl + P চাপুন অর্থাৎ প্রিন্ট কমান্ড দিন। ছবিটি দেখুন…
কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে বলুন। আল্লাহ হাফেজ।