বিসমিল্লাহীর রাহমানির রাহীম
আসসালামুআলাইকুম, মহান আল্লাহ তায়ালার অশেষ করুনায় সম্ভবত সকলেই ভালোই আছেন।
পিসিতে সিডি/ডিভিডি ড্রাইভকে খুলতে হলে কিন্তু প্রতিবারই Eject বাটনটিকে প্রেস করতে হয়। তাই দেখা যায় যারা প্রচুর সিডি/ডিভিডি দেখেন বা ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের কিন্তু বার বার এই Eject বাটনটিকে প্রেস করতে হয়। এক সময়ে দেখা যায় যে বার বার প্রেস করতে করতে এই বাটনটি নষ্ট হয়ে যায়। তখন যে কি সম্যস্য হয়? তা যারা ভোগ করেছেন তারাই ভালো জানেন।
আচ্ছা ভেবে দেখুন- ধরেন আপনি আপনার ভাইয়ার বা আপুর অথবা অন্য কারোও পিসিতে লুকিয়ে সিডি/ডিভিডি দেখছেন! কিন্তু আপনার যখন দেখা শেষ হল তখন ডিক্সটি বের করতে গিয়ে দেখলেন এটি বের হচ্ছে না !!! বা এটির বাটনটি এই মাত্রই নষ্ট হয়ে গিয়েছে! তখন কি করবেন? আপনি যে সিডি দেখলেন তা যদি অন্যকেউ টের পেয়ে যায় তা হলে হয়তো আপনাকে অনেক বকুনি খেতে হবে। তবে বুদ্ধি থাকলে কিন্তু বকুনি খাওয়ার আগেই আপনি ডিক্সটি বের করে আনতে পারবেন! কিভাবে? আপনি প্রথমে একটি সুচ জাতীয় কিছু হাতে নেন। তার পর দেখুন Eject বাটেনর পাশেই একটি ছিদ্র আছে। এখন এই ছিদ্র দিয়ে সুই প্রেস করুন আর সাথে বাটন টিতে টিপুন। দেখবেন ইনশআল্লাহ আপনর ডিক্সটি বের হয়ে আসবে।
আর তাও যদি না পারেন তাহলে আমি একটি ৭০০কেবি ওজনের ফাইল আপনাদের সাথে শেয়ার করলাম। যেটি তে শুধু ডাবল ক্লিক করলেই আপনার সিডি/ডিভিসি ড্রাইভ খুলে যাবে! আবার ডাবল ক্লিক করলেই ঢুকে যাবে। ডিউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
https://www.dropbox.com/s/6xfi2pd9p0rp442/EjectandClose%20by%20techtonesbd.com.zip