বিসমিল্লাহীর রহমানির রাহীম
জিপ সফটওয়্যার এর প্রয়োজনীয়তা কিন্তু বলে শেষ করা যাবে না। তবে যারা এখনও জিপ সফটওয়্যার ব্যবহারের সুবিধা গুলো জানেন না তাদের জন্যই বলছি।
অনেক সময় নেট থেকে কোন কিছু ডাউনলোড করলে দেখবেন যে, ঐ ফাইলটি .rar ফ্যারম্যাটে আছে। অর্থাৎ জিপ আকারে আছে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কোন না কোন জিপ সফটওয়্যারের মাধ্যমে ফাইলটিকে ওপেন করতে হবে।
এখন ভাবতে পারেন যে নেটে ঐফাইলটি কেন জিপ আকারে আপলোড করা হল। এটাতো নরমাল ভাবেই আপলোড করা যেত?
হ্যাঁ আপনার কথা ঠিক আছে। কিন্তু আসল কথা হল, যখন আপনি কোন ফাইলকে জিপ বা .rar করবেন তখন এর ওজন কমে যায়! এমন কি 500 মেগাবাইটের ফাইলকে মাত্র 5 মেগাবাইট পর্যন্ত করা যায়! যার ফলে আপলোড এবং ডাউনলোড দুটোই সহজ হয়ে যায়। তবে খুব বেশী কম্প্রেস করার জন্য প্রয়োজন উচ্চ মানের কনফিগারেশন এর কম্পিউটার।
ধরেন আপনি আপনার বন্ধুর কম্পিউটার থেকে কোন ফাইল পেনড্রাইভে করে আনছেন। আপনার পেনড্রাইভটি 4জিবি। কিন্তু ফাইলিটি হয়ে গেল 4.25 জিবি। এখন কি করবেন?
হ্যা এখন আপনি নরমালি এটিকে জিপ করলেই বা কোন সফটওয়্যার দিয়ে জিপ করলেই দেখবেন ইনশআল্লাহ এর ওজন 4 জিবি থেকে কমে যাবে!
তাই জিপ সফটওয়্যার গুলোর তুলনা শুধুই জিপ সফটওয়্যারই। আর এর জন্যই আপনাদের সাথে আজ শেয়ার করলাম জনপ্রিয় পাঁচটি জিপ সফটওয়্যার ।
ডাউনলোডের ক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে। কারণ সফটওয়্যার গুলো 4/5মেগাবাইটের মত।
WinRar
জিপ জগতের সম্রাট হচ্ছে WinRar . জনপ্রিয়তার দিক দিয়ে এটি এখন পর্যন্ত সবার শীর্ষে আছে। ফাইলকে কম্প্রেসও করতে পরে অসাধারণভাবে। সহজ ইন্টারফেসের কারনে ব্যবহারে পাবেন অনেক ধরনের সুবিধা।
ডাউনলোড করুন এখান থেকে। http://www.win-rar.com/download.html?&L=0
7-Zip
এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। আপনার যদি অতি হাই কনফিগারেশনের কম্পিউটার থাকে তাহলে এর মাধ্যমে আপনি এক জিবি ওজনের ফাইলকে মাত্র দশ মেগাবাইট বানাতে পারবেন। বুঝতেই পারছেন এটা কতটা প্রয়োজনীয় একটি সফট। এছাড়াও এর মাধ্যমে আপনি যেকোন ফাইলকে খুব সহজেই জিপ করতে পারেন।
ডাউনলোড করুন এখান থেকে। http://www.7-zip.org/download.html
ZipGenius
সত্যিই কিন্তু জিনিয়াস এই সফটওয়্যারটি। যা যা সুবিধা পাবেন বা যেসকল ফরমেট সাপোর্ট করবে…..
ZIP, CZIP,EXE (ZIP self-executable archive),JAR, EAR, WAR (Java archives),BSZ, MSKIN, WAL, WMZ (Skin archives),XPI (Firefox extension),OD*, SX*, ST* (OpenOffice documents),DSFZ,CBZ,PCV,7Z,LZH, LHA,SQX,YZ1,TAR, TAR.GZ, TAR.BZ2, TAZ, TGZ,CAB,RPM,ACE,RAR,EXE (ACE/RAR self-executable archive),CBR,ARJ,ISO, NRG, CMI (CD/DVD image file),
Universal Extractor
এটির দ্বারাও আপনি যেকোন zip, gz, winrar archive, 7-zip archive প্রভূতি এক্সট্রাক্ট করতে পারবেন। এবং প্রয়োজনীয় ফাইলকে কমপ্রেসও করতে পারবেন।
TUGZip
এটি একটি পাওয়ার ফূল ফ্রিওয়্যার জিপ সফটওয়্যার। IP, 7-ZIP, A, ACE, ARC, ARJ, BH, BZ2, CAB, CPIO, DEB, GCA, GZ, IMP, JAR, LHA (LZH), LIB, RAR, RPM, SQX, TAR, TGZ, TBZ, TAZ, YZ1 and ZOO সহ আরোও অনেক ফাইলই সাপোর্ট করে।
আল্লাহ হাফেজ।