বিসমিল্লাহীর রহমানির রাহীম
এন্ড্রয়েড ফোন বর্তমান সময়ের একটি জনপ্রিয় মোবাইল ফোন। “এন্ড্রয়েড” মূলত একটি মোবাইল ফোন অপারেটিং সিস্টেম যা গুগলের একটি প্রডাক্ট। গুগলের বিভিন্ন প্রডাক্টের মধ্যে এন্ড্রোয়েড একটি অসাধারণ ও জনপ্রিয় মোবাই ফোন অপারেটিং সিস্টেম। বিভিন্ন কারণে এন্ড্রোয়েড ফোন বাজারে শীর্ষস্থান দখল করে আছে। গুগল এই মোবাইল OS (Operating System) টিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাদী রেখেছে যার ফলে এটি এত জনপ্রিয় হতে পেরেছে। বিভিন্ন সুবিধাদির মধ্যে একটি বিশেষ সুবিধা হচ্ছে “গুগল প্লে ষ্টোর” গুগল তাদের এন্ড্রোয়েড প্রডাক্ট এর জন্য একটি ওয়েব এপস স্টোর তৈরি করেছে যেখানে আপনি ফ্রিতে অনেক ধরনের গেমস ও এপস পাবেন। যেমন, ব্রাউজার, প্লেয়ার, ফাইল ম্যানেজার, লাইভ ওয়ালপেপার, লাউন্চার প্রভূতি।
তবে আজকে আমি এমন কিছু এন্ড্রয়েড এপস্ শেয়ার করবো যেগুলো আমাদের প্রাত্যাহিত জীবনে সবচেয়ে বেশী প্রয়োজন পরে। বিশেষ করে এই এন্ড্রয়েড এপস গুলো আমার খুবই প্রয়োজনী। প্রতি ফোন রিসেট দেয়ার পর পরই এগুলো প্রয়োজন অনুসারে ইনিষ্টল করে ফেলি।
কিন্তু সমস্যা হচ্ছে বার বার গুগল প্লেষ্টোর থেকে ডাউনলোড করলে প্রচুর পরিমাণে ডাটা চার্জ হয়। যা সত্যিই আমাদের মত মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের জন্য কষ্টকর। তাই প্রত্যেকটি এন্ড্রয়েড সফটওয়্যার গুলোর ব্যাকআপ কপি কালেকশন খুঁজে পেয়েছি। যেখান থেকে একবার ডাউনলোড করলেই চলে। গুগল প্লে ষ্টোর এর মত বার বার ডাউনলোড করতে হয় না। আপনি ইচ্ছা করে ডাউনলোড করে রেখে দিতে পারেন। এমন কি আপনি আপনার পিসি থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এক বার ডাউনলোড করে পিসিতে সেভ করে নিন বার বার ডাউনলোড করতে হবে না। প্রয়োজনে আপডেট করলেই হবে। এতে করে অনেক ডাটা বেঁচে যাবে।
তো চলুন আমার পছন্দের……
সেরা 20টি এন্ড্রয়েড এপস ফ্রি ডাউনলোড করে নিন এখনই
হ্যা ডাউনলোড করবেনই কিন্তু তার আগে সেরাদের সেরা দুটি এন্ড্রোয়েড এপস্ শেয়ার করতে চাই 🙂
1। আপনার প্রিয় এন্ড্রয়েড ফোনটির জন্য একটি AL Qu’ran এপস। ডাউনলোড করে নিন এখনই এই লিংক থেকে।
2। আল কুরআন শুধু ডাউনলোড করলেই চলবে না। অর্থসহ পড়তেও হবে। তাই সহজেই অর্থ শিক্ষার জন্য ডাউনলোড করে নিন Learn Quran নামক এপসটি।
ওকে এখন আসা যা সেরা 20 এপস সম্পর্কে>>>>>>
1. 360 Security APK
1। আমার প্রথম পছন্দ হচ্ছে 360 Security. আমি সর্বক্ষেত্রে নিজের এবং নিজের প্রয়োজনীয় জিনিসের নিরাপত্তার দিকটাই আগে দেখে থাকি তাই আমার সর্ব প্রথম প্রয়োজনীয় ও পছন্দনীয় এন্ড্রোয়েড এপস হচ্ছে 360 Security. এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
2. Opera mini APK
2। এর পরই যেই এন্ড্রোয়েড এপস্ টি আমার ফেভারিট সেটি হচ্ছে Opera mini. সত্যিই Awesome একটি মিনি ব্রাউজার। ডাটা বাঁচাতে এর প্রয়োজনীয়তা অনেক। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
3. UC Browser APK
3। UC Browser যদিও তেমন ব্যবহার করতাম না; কিন্তু এখন ব্যবহার করতে হচ্ছে কারণ সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে। আর মোবাইলে ভিপিএন ছাড়া নির্ঝামেলায় ফেসবুক ইউজ করতে UC Browser এর জুড়ি নেই। তাই UC Browser এখনই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
4. MX Player APK
4। MX Player এক কথায় একটি অসাধারণ অনন্য মিডিয়া প্লেয়ার এন্ড্রোয়েডের জন্য। যারা ব্যবহার করেছেন তারাই বুঝবেন এর মজা কি? অছাম এই প্লেয়ার টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
5. Facebook APK
5। যদিও বর্তমনে বাংলাদেশ থেকে ফেসবুক ইউজ করা ঝামেলার ব্যাপার; তারপরও কোন না কোন দিতো অবশ্যই ফেসবুক খুলবে তাই ব্যাকাপে রাখুন Facebook APK ফাইলটি। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
6. VLC Media Player APK
6। VLC (Video Lane Corporation) মিডিয়া প্লেয়ার একটি অতুলনীয় মিডিয়া প্লেয়ার। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
7. SHAREit APK
7। SHAREit হচ্ছে এমন একটি এন্ড্রোয়েড এপস্ যা মোবাইলে না থাকলে মোবাইলটি অসম্পূর্ণ থেকে যায়। ফাইল শেয়ারিংয়ের জন্য শেয়ার ইটের তুলনা শুধই শেয়ার ইটই হতে পারে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
8. IMO APK
8। ফ্রিতে দেশবিদেশে অডিও-ভিডিও কল করার জন্য অনন্য একটি এপস্ হচ্ছে IMO । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
9. Messenger APK
9। Messenger ইমোর মতই আরেকটি সফটওয়্যার । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
10. Voxox APK
10। Voxox এর মাধ্যমে ফ্রিতে কল করুন বিশ্বের যেকোন মাবাইল নম্বরে। সাইনআপ করার পর প্রথমে এক ডলার ফ্রিতে পাবেন। এটি ব্যবহার করার পর ডলার খরচ করে ক্রেডিট ক্রয় করতে হয়। তবে আপনার যদি অন্য নম্বর থাকে। তাহলে সেই নম্বর থেকে আবার নতুন করে Voxox একাউন্ট খুলুন। আবার এক ডলার ফ্রিতে পেয়ে যাবেন । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
11. Line APK
11। যোগাযোগের বা তথ্য আদান প্রদানের জন্য বা কল করা জন্য Line একটি ভালোমান সম্পন্ন এন্ড্রয়েড এপস। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
12. Mozilla Firefox APK
12। এন্ড্রোয়েডের মাধ্যমে পিসির ইন্টারনেট ব্রাউজিং স্বাদ গ্রহণের জন্য Mozilla Firefox অসাধারণ একটি এন্ড্রয়েড এপস। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
13. Tango APK
13। Tango এন্ড্রয়েড এপস টি ইমো বা লাইনের মতই আরোও একটি এন্ড্রয়েড এপস। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
14. Battery Doctor-battery saver APK
14। আপনার ফোনের ব্যাটারীর আয়ু বাড়িয়ে দিতে এটি অতুলনীয় কাজ করবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
15. Google Play Store APK file
15। যদিও সব এন্ড্রয়েড ফোনেই ডিফল্টভাবে থাকে তারপর শখেরবশে সব সময় পিসিতে এক কপি সেভ করে রাখি Play Store Apk। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
16. Viber APK
16। viber একটি জনপ্রিয় এন্ড্রয়েড এপস্। মোটামুটি সকলেই এই এপসটি ব্যবহার করে থাকে। । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
17. WhatsApp apk file
17। WhatsApp এন্ড্রয়েড এপস সকলেরই চেনা জানা কলিং এপস। এর মাধ্যমে ফাইল শেয়ার ও অডিও-ভিডিও কল দেয়া যায় । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
18. Skype Apk
18। Skype এন্ড্রয়েড এপস সম্পর্কে নতুন করে আর কি বলব? এর সম্পর্কে সকলেই কমবেশী জানেন । ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
19. Dropbox APK
19। Dropbox সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা এখানে ক্লিক করুন । আর ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
20. Auto Call Recorder
20। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আজ এই পর্যন্তই কথা হবে আবার পরবর্তী পোষ্টে ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ।