আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভালো । আপনাদের আরও ভালো রাখতে আপনাদের জন্য নিয়ে এলাম পিসি টিপস । আজ থাকছে কম্পিউটারের ড্রাইভ কিভাবে লুকিয়ে রাখা যায় অথবা কিভাবে hide / unhide করা যায় । সাধারণত কম্পিউটারের ড্রাইভগুলো C , D , E , F এভাবে নামকরন করা থাকে । যদিও আপনি আপনার ইচ্ছেমত নামের পরিবর্তন করতে পারেন । এই ড্রাইভগুলোতে আপনার যাবতীয় তথ্যাদি জমা থাকে । কিছু কিছু তথ্য থাকে যেগুলো খুব জরুরী এবং ব্যাক্তিগত । আপনি স্বাভাবিকভাবেই চাইবেন সেগুলো লুকিয়ে রাখতে যাতে সেগুলো সবাই খুজে না পায় । drive hide করার মাধ্যমে আপনি অতি সহজেই সেটি করতে পারেন । যেহেতু কম্পিউটারের ড্রাইভগুলোর সংখ্যা নির্দিষ্ট থাকেনা , তাই কেউ বুঝতে পারবেনা আপনি কোন ড্রাইভ লুকিয়ে রেখেছেন বা hide করেছেন । তো চলুন দেখে আসি কিভাবে আপনার পিসির drive hide / unhide করবেন ।
আপনার পিসির drive hide / unhide করুন অতি সহজে
কিভাবে Hide করবেন
১ । My Computer আইকন এর উপর Right Click করুন ।
২। Pop Up মেনু থেকে Manage অপশন এ ক্লিক করুন ।
৩। Computer Management Window ওপেন হবে ।
৪ । এই Window তে আপনি Disk Management অপশন দেখতে পাবেন । এই অপশন এ ক্লিক করুন ।
৫ । ক্লিক করলে আপনার ড্রাইভগুলো দেখতে পাবেন ।
৬ । এখন যে Drive টি Hide করতে চান তার উপর Right ক্লিক করুন ।
৭ । এখন change drive letter and path এই অপশন এ ক্লিক করুন ।
৮। Add , Change and Remove option সহ একটি Window আসবে ।
৯। Remove অপশন এ ক্লিক করুন । তারপর OK বাটন এ ক্লিক করুন ।
১০। Drive টি hide হয়ে যাবে ।
কিভাবে Unhide করবেন
১। ড্রাইভ তো hide হয়ে গেল । চলুন দেখি কিভাবে unhide করবেন বা লুকানো drive ফিরিয়ে আনবেন ।
২। প্রথমে উপরে বর্ণিত ১-৪ নং পদ্ধতির পুনরাবৃত্তি করুন ।
৩। এখন যে Drive টি Unhide করতে চান তার উপর Right ক্লিক করুন ।
৪। এখন change drive letter and path এই অপশন এ ক্লিক করুন ।
৫। Add নামে একটি Window আসবে ।
৬। Add অপশন এ ক্লিক করুন ।
৭। Drive টিতে Letter Assign করুন । অর্থাৎ C , D , E , F এরকম একটি লেটার দিন । OK Press করুন ।
৮। Drive টি আবার Unhide হয়ে যাবে ।
ভিডিও টিউটোরিয়াল
কি বুঝতে পারলেন না । কোন সমস্যা নেই । নিচের ভিডিও টিউটোরিয়াল দেখে নিন । ভিডিওটিতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে ।
আজ এ পর্যন্তই । সব রকমের তথ্য একসাথে পেতে ঘুরে আসতে পারেন আমার ছোট ব্লগটিতে ।