Cyber Protector BD – সাইবার প্রোটেক্টর বিডি

By | ডিসেম্বর 6, 2018

সাইবার প্রোটেক্টর বিডি:

২০১১ সালে বাংলাদেশ বড় ধরণের সাইবার হুমকির মুখে পরে যায়। যার জন্য বাংলাদেশের কিছু মেধাবী তরুণরা নিজ উদ্যোগে বাংলাদেশ সাইবার স্পেসকে সুরক্ষিত করার জন্য কিছু দল বা গ্রুপ তৈরি করে। ২০১২ সালে গঠিত এমন একটি গ্রুপের নামই হলো সাইবার প্রোটেক্টর বিডি। এই হ্যাকার গ্রুপটি ২০১২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৫ জন তরুণদের দ্বারা গঠিত হয়। এ গ্রুপটির প্রতিষ্টাতা ছিলেন সিজলিং সোল।

বাংলাদেশের সাইবার স্পেসের একটি শক্তিশালী হ্যাকার গ্রুপ হিসেবে কাজ করছে এই টিম। বাংলাদেশের পক্ষ থেকে সাইবার ওয়্যারগুলোতে অংশগ্রহণ করেছে এই গ্রুপ। এদেশের জনগণের সাইবার নিরাপত্তায় ও কাজ করছে গ্রুপটি।

বর্তমানে ফেইসবুক সাপোর্ট টিমের মাধ্যমে ফেইসবুক সমস্যার সমাধান করছে গ্রুপটি। তারা এটার্নাল উইং নামক গ্রুপ তৈরি করেছে এ কাজের জন্য।

গ্রুপটির এডমিন এক্সরুটেড হ্যাক্সর আমাদের জানান যে তারা বাংলাদেশের সাইবার স্পেসকে রক্ষা করতে সদা প্রস্তুত। এভাবেই তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে অংশগ্রহণ করতে চান।

তাদের ফেইসবুক পেইজ রয়েছে যেখানে তারা তাদের কাজগুলো প্রকাশ করে থাকেন।
এখানে চাপুন

Leave a Reply