বিসমিল্লাহির রহমানির রাহীম
বিভিন্ন সাইটে ঢুকলেই শুধু এড আর এড। শুধুকি তাই? এই এড গুলোতে অনেক সময় বিরক্তিকর জিনিসও থাকে। তার উপর আবার বাংলাদেশের মত দেশে যেখানে, এখনও এক জিবি ইন্টারনেটের দাম 345/- টাকা সেই দেশে কি আর অযথাই এম.বি নষ্ট করা যায়? কিন্তু কিছু কিছু সাইটে ঢুকলে মাত্রাতিরিক্ত এডের দরুন আমাদের মূল্যবান এম.বি গুলো পানির মতই শেষে হয়ে যায়।
আবার অনেক সময় এডের দরুন সাইট লোড হতেও প্রচন্ড সময় নেয়। এটাও কিন্তু কম বিরক্তির নয়।
আর সবচেয়ে বড় কথা হল এই সকল এডের মধ্যে অনেক সময় বিশ্রি এডও থেকে থাকে। যা অনেক ক্ষেত্রে ভিজিটরকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়।
এই যেমন ধরুন, আপনি আপনার কোন ছোট বা বড় ভাইয়ের সামনে বা কোন মুরুব্বি ষ্টাইলের লোকের সামনে নেট বিভিন্ন সাইটে ঘুরছেন। হঠাৎ একটি সাইটে একটি বিশ্রি এড দেখা গেল। তখন কিন্তু আপনার ইজ্জতের উপর দিয়ে বুল্ডুজার যাইবো।
আর এই সকল সমস্যার সমাধান নিতে পারেন মাত্র ১ মেগাবাইট ওজনের একটির্ Add-ons ব্যবহার করে।
এই সকল সমস্যার সমাধান কল্পেই আমার আজকে পোষ্ট। যারা নতুন ইনশআল্লাহ আশা করি তাদের জন্য এটি বিশাল কাজে লাগবে।
য
প্রথমে আপনার ব্রাউজারে গুগলে Ad Block Plus লিখে একটি সার্চ দিন।
নিচের মত সার্চ রেজাল্ট আসবে ইনশআল্লাহ….
যারা Firefox ইউজ করেন তারা প্রথম মার্ক করা লিংকটাতে ক্লিক করেন। আর যারা Chrome ইউজ করে তারা Chrome এ ক্লিক করেন।
ভাই আমি Firefox ইউজ করি তাই টিউটোরিয়ালটি Firefox এর মাধ্যমেই দেখাতে বাধ্য হলাম। তবে যারা Chrome ইউজ করেন তারাও দেখেন খুব সহজেই এটি আপনার ব্রাউজারে সেটআন দিতে পারবেন ইনশআল্লাহ।
এখন Download Now এর ক্লিক করেন। নিচের ছবি দেখেন…
Download Now এর ক্লিক করলে নিচের চিত্রের মতে Add-ons টি সম্পূর্ণ ডাউনলোড হবে।
কিছু ক্ষন পরই নিচের চিত্রের মত দেখাবে। সেখানে Install Now এক্লিক করুন।
সবশেষে যদি দেখেন নিচের চিত্রের মত একটি ট্যাব ওপেন হয়েছে। তাহলে মনে করবেন আপনার কাজ শেষ এমন কি কোন রিষ্টার্টের প্রয়োজন নেই।
এখন খেয়াল করে দেখুন। আপনার ব্রাউজারের একদম নিচে ADP নামের একটি বার এসেছে। তার মানে আপনার Ad Block Plus সেট আপের কাজ শেষে হয়েছে।
এখন যেকোন সাইটে ঢুকুন দেখবে বিজ্ঞাপন আসবে না ইশআল্লাহ। প্রমান স্বরুপ যেকোন সাইটে ঢুকে দেখুন।
আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার আসব, এর চেয়ে আরোও ভালো পোষ্ট নিয়ে (ইনশাআল্রাহ)।
আল্লাহ হাফেজ।