বিসমিল্লাহীর রহমানির রাহীম
Avast Auto Update stop করাটা মাঝে মাঝে খুবই প্রয়োজনীয হয়ে পড়ে। কারণ Avast যখন নিজে আপডেট নেয় তখন, একাই এমন ভাবে মেগাবাইট খাওয়া শুরু করে যেন, আমাদের টাকা দিয়ে কেনা মূল্যবান মেগাবাইট গুলো ওর বাপের সম্পদ।
যেভাবে Avast Auto Update stop করবেনঃ
1। প্রথমে আপনার Avast Antivirus টি ওপেন করুন। এবং নিচের ছবিগুলো দেখুন এবং ছবি অনুসারে কাজ করুনঃ
Avast Auto Update stop screenshort-1
Summary > Current Status এ যান…
Avast Auto Update stop screenshort-2
Change Settings এ যান…
Avast Auto Update stop screenshort-1
এখন Updates এ গিয়ে Manual update এ ক্লিক করুন। এবং অবশেষে Ok দিন।
ব্যাস হয়ে গেল আপনার Avast Auto Update stop করার কাজ। এখন দেখবেন আপনার কম্পিউটারটি আগের চেয়ে বেশী স্পীডে ব্রাউজারকে ডাটা আপলোড ও ডাউনলোড করতে দিচ্ছে ইনশআল্লাহ। এভাস্ট আর আপনাকে ত্যাক্ত-বিরক্ত করতে পারবেনা।
তবে এই ভাবে Avast Auto Update stop করলে এভাস্ট আপনাকে বলবে আপনার কম্পিউটারটি নিরাপদ নয় বা unsecured. এজন্য ভয়া পাবেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, “অবশ্যই আপনার Avast কে নিয়মিত আপডেট দিবেন, তা না হলে আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন।”
তবে প্রথমবার আপনি নেটের দোকান থেকে 10টাকা দিয়ে লেটেষ্ট আপডেট পেনড্রাইভে বা মেমেরিতে করে আপডেট এনে এভাস্টকে আপডেট করতে পারেন। পরবর্তীতে আপনার এভাস্ট খুব বেশী ডাটা খায় না। যেহেতু আপনি Avast Auto Update stop করে দিয়েছেন। তাই এক-দুই দিন পর পর মেনুয়েলি এভাস্টকে আপডেট দিন।
আর যদি আবার Avast Auto Update ফেচার ফিরে পেতে চান, তাহলে একই সিস্টেমে বন্ধ করতে পারবেন।
আজ এই পর্যন্তই। উপকৃত হলে বা বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করে বলুন।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtonesbd
একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?