Degree Result-2012

বিসমিল্লাহীর রহমানির রাহীম

Degree Result-2012 : বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বিপুল অংশ  জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন রত আছেন। আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেও প্রায় অর্ধেক অংশ Degree বা Pass Course ( B.S.S, B.A, B.B.S, B.Com) এ আছেন।

ইদানীং জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree বা Pass Course ( B.S.S, B.A, B.B.S, B.Com) প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষা এখনও চলছে যা শেষ হবে ইনশআল্লাহ আগামী 03/05/2014ইং তারিখে।

তবে অন্যান্য বারের চাইতে এবার ডিগ্রী পরীক্ষা শুরু হয়েছে প্রায় দুই-তিন মাস বিলম্বে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিরাট সেশন জটের মধ্যেও নতুন করে আবার দুই-তিনটি মাস পিছিয়ে যেতে হয়েছে যা, সত্যিই দুঃজনক।

শুধু সেশন জটলাই নয়, এতো প্রতীক্ষার পর পরীক্ষা দিয়ে রেজাল্ট নেওয়ার সময় ঘটে আরোও বিপদ। বুঝলেন না? প্রতিবারই জাতীয বিশ্ববিদ্যালয়ের যেকোন পরীক্ষার ফলাফল দেওয়ার পর ওদের ওয়েব সাইট বন্ধ থাকে কম হলেও দুই থেকে তিন দিন। যা ছাত্র-ছাত্রীদের জন্য আরোও বেশী বিরক্তিকরবা  বিভ্রান্তি জনক হয়ে থাকে। কিন্তু এর পরও কি বসে থাকা যায় আমি 2009 সালের Degree Result নিয়েছিলাম পরের দিন রাত তিনটায়! কারন ওদের নিজেস্ব ওয়েবসাইটটি nu.edu.bd বন্ধ ছিল।

তবে এবার যেন কারোও খুজে খুজে Degree Result প্রকাশের ওয়েব সাইট খুজে বের করতে না হয় তাই সকলের সাথে শেয়ার করলাম। ইতিমধ্যে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা Degree Result এর অপেক্ষায় আছেন। আর 03/05/2014ইং তারিখের পর থেকে তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরাও অপেক্ষয় থাকবেন Degree Result এর।

তাই রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই এখন আপনি ইনশআল্লাহ আমাদের সাইট থেকেই নিতে পারবেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের Degree Result – 2012 ! (জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট মোবাইলে নিবেন যেভাবে)

Degree Result-2012

আপনি শুধু Degree Result-2012 ই নিতে পারবেন না, সাথে Honours Result ও নিতে পারবেন 🙂

যদি Degree Result এর প্রয়োজন থাকে তাহলে নিচের Degree লেখাটিতে ক্লিক করুন। আর যদি অনার্স রেজাল্ট এর প্রয়োজন থাকে তাহলে অনার্সে ক্লিক করুন। রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই ইনশআল্লাহ পেয়ে যাবেন আপনার কাংঙ্খিত রেজাল্ট টি।

[pageview url="http://www.nu.edu.bd/results" height="500px" frameborder="0" scrolling="auto" border="yes']

আবার ওরা একেক কাজের জন্য একেক ওয়েবসাইট তৈরী ও ব্যবহার করে থাকে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিভাবে মোবাইলে নিবেন তাও শেয়ার করলামঃ

1. BPED- NU BPED <Roll no>
2. Honours 1st year- NU H1 <Roll no>
3. Honours 2nd year- NU H2 <Roll no>
4. Honours 3rdyear- NU H3 <Roll no>
5. Honours 4th year NU H4 <Roll no>
6. Degree-  NU DEG <Roll no>
7. Masters Preli-  NU MP <Roll no>
8. Masters Final Year-  NU MF <Roll no>
9. Admission Test-  NU AT <Roll no>
10. M.Ed-  NUM ED <Roll no>
11. B.Ed-  NU BED <Roll no>
12. LLB First Part-  NU LLB1 <Roll no>
13. LLB Final Part-  NU LLBF <Roll no>

Send to 4636

Or
Send 1622

আজ এই পর্যন্তই।

আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।

আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com

আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtunesblog

একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi

ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?

আল্লাহ হাফেজ।

Degree Result -2012

Degree Result -2012

Degree Result – 2012

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

Leave a Reply