বিসমিল্লাহীর রহমানির রাহীম
আছছালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন।
আজ ছুটির দিন শুক্রবার। অবসরের দিন হিসাবে দিনটি সকলের কাছে সমান ভাবে গুরুত্ত্বপূর্ণ। তো আজ আমার ছোট বেলার কথা প্রচুর মনে পড়ছে। শৈশব কেটেছে ঢাকাতে। সেই সুবাদে প্রচুর পরিমাণ ভিডিও গেমস খেলছি। Neo-Geo বা Technos Japan এর বিভিন্ন গেমস যেমন Mostofa, Double Dragon প্রভূতি ভিডিও গেমস প্রতি দিন না খেললে পেটের ভাত হজম হওয়া অসম্ভব ছিল।
প্রচুর পরিমাণ খেলতাম ঐ গেমস গুলো। তবে আমার প্রিয় গেমস গুলোর মধ্যে অন্যতম ছিল একটি গেমস যার নাম Double Dragon .
এখনোও মাঝে মাঝে খেলে থাকি ঐ গেমস গুলো। তাই হঠাৎ মনে হল সকলের সাথে শেয়ার করি Double Dragon গেমসটি।
Double Dragon – বৈশিষ্ট্য
যারা আগে খেলেছেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই। তবে যারা আগে খেলেন নি তাদের জন্য বলছি…
- এটি একটি ফাইটিং গেমস।
- গেমসটি মাত্র 10 মেগাবাইট ওজন।
- এতে আছে সর্বোমোট 12 জন ফাইটার। ১০ জন সাধারণ ফাইটার – Marian, Eidde, Billy, Burnove, Abobo, Dulton, Rebecca, Jimmy, Amon, Chang-Fu এবং ২জন boss fingter – ডিউকো ও সর্বশেষে শিউকো ।
- প্রত্যেক কয়েনে আপনি পাবেন 2টি চান্স।
- এছাড়াও আরোও অনেক কিছু…. 🙂
Double Dragon – Screen Shots
Double Dragon Download -ডাউনলোড
http://uppit.com/kcddua53b8lq/dobule-dragone_techtonesbd.com.zip
Double Dragon – খেলার নিয়মাবলী
- প্রথমে ডাউনলোড হওয়া জিপ ফাইল টিকে এক্সট্রাক্স করে নিন।
- এখন ঐফোল্ডার থেকে WinKawaks নামের ফাইলটিতে ডাবলক্লিক করে ইম্যুলেটরটি ওপেন করুন।
- এখন File>Load Game এ ক্লিক করুন। নিচের চিত্রের মতই….
- তারপর Ok বাটনে ক্লিক করুন।
- ব্যাস এখন ইনশআল্লাহ Double Dragon গেমসটি ওপেন হয়ে যাবে।
এখন কয়েন নেওয়ার জন্য কীবোর্ড থেকে F12 ক্লিক করুন। যত বার F12 তে ক্লিক করবেন ততটি কয়েন পাবেন। - এখন F1 এ ক্লিক করুন।
- আপনার ইচ্ছা মত ফাইটার সিলেক্ট করুন।
- নির্দিষ্ট ফাইটার সিলেক্ট করার জন্য F1 ক্লিক করুন।
- শুরু হয়ে যাবে খেলা।
- A S D F W এই ৫টি বাটন দিয়ে এবং এরোকী দিয়ে আপনি ফাইটিং করতে পারবেন।
আজ এই পর্যন্তই।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtonesbd
একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
আল্লাহ হাফেজ।