বিসমিল্লাহীর রহমানির রাহীম
ফাইল শেয়ারিং এখন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বস্তুতে পরিণত হয়েছে। প্রয়োজনের তাগিদে প্রতিষ্ঠিত হয়েছে অনেক ফাইল শেয়ারিং সাইট। এদের মধ্যে অন্যতম হল মিডিয়া ফায়ার। তবে মিডিয়া ফায়ারে 2.5জি নেট ইউজাররা কোন ফাইল আপলোড করতে গেলে পড়তে হয় সমস্যায়। বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, ফাইলটি 99% আপলোড হওয়ার পর আবার প্রথম থেকে শুরু হয়। এমন কি অনেকেই অভিযোগ করেন যে, 3/4 বার এর বেশীও 99% হয়ে ফাইল আবার প্রথম থেকেই আপলোড হয়। এছাড়াও ইদানীং অনেকেই মিডিয়া ফায়ার থেকে আইডি হারিয়েছেন। কারন মিডিয়া ফায়ার ক্র্যাক জাতীয় ফাইল সাপোর্ট করে না। যদি কেই ঐ ধরনের ফাইল আপলোড করে, তাহলে মিডিয়া ফায়ার শাস্তি হিসাবে তার একাউন্ট ডিলেট করে দেয়। এভাবে দেখা যায় যে, অনেকেরই সমস্যায় পড়তে হয়।
তবে এক্ষেত্রে dropbox অনন্য। আমি dropbox এর আপনি আপনার প্রয়োজন মত ফাইল শেয়ার করতে পারবেন। এছাড়াও এমন কিছু ফাইল শেয়ারিং সাইট আছে, যেগুলো থেকে ফাইল ডাউনলোড করতে গেলে বিভিন্ন প্রকার বিরক্তিকর ঝামেলায় পড়তে হয়। যেমন ক্যাপচা এন্ট্রি করা। আবার অনেক সাইটে গেলে নির্দিষ্ট পরিমাণ সময় অপেক্ষা করতে বলে। এই সময়ের পরিমান 5 সেকেন্ড থেকে 200/250 ঘন্টাও অপেক্ষা করতে বলে 😛 কিন্তু আপনি যদি dropbox থেকে কোন ফাইল ডাউনলোড করতে যান, দেখবেন যে আপনাকে নির্বিঘ্নে-র্নিঝামেলায় ওরা ডাউনলোড লিংক আপনাকে দিয়ে দিয়েছে। শুধু ডাউনলোড লেখাতে ক্লিক করলেই চলে।
আপনি পারবেন, dropbox এ একটি একাউন্ট খুলতে এই লিংকে যেতে পারেন।
প্রাথমিক অবস্থায় আপনি পাবেন 2জিবি ফ্রি ষ্টোরেজ। কিন্তু আপনি যদি রেফারেল বানাতে পারেন তাহলে, প্রতি রেফারেলে পাবেন 500 মেগাবাইট করে বোনাস স্পেস 🙂
তবে ওদের ব্যান্ডউইথটা একটু কম। তার পরও সকল দিক বিবেচনা করলে, একথা বলতেই হবে যে, dropbox ই সেরা!
আল্লাহ হাফেজ।
https://db.tt/eaJYVu6k