duplicate photo finder দিয়ে আপনার কম্পিউটার স্ক্যান করে, জমে থাকা একই ছবির একাধিক ফাইলকে ডিলেট করুন।

বিসমিল্লাহীর রহমানির রাহীম

আমাদের কম্পিউটার গুলো ওয়ালপেপার-ফটো-ছবির গুদাম হয়ে থাকে। আমার এক ছোট ভাইয়ে কম্পিউটারে আছে প্রায় লক্ষাধিক ছবি! তারপরেও আরোও কালেকশন করছে!

আবার যারা মাল্টিমিডিয়ার ব্যবসা করেন, তাদের কম্পিউটার যেমন মিউজিক স্টেশন, তেমন আবার ফটো যে কয় লক্ষ থাকে তা হয়তোবা তারা হিসাব করেও কোন দিন দেখে না।

আসলে প্রযুক্তির অকল্পনীয় উন্নতির দরুনই আজ আমাদের এই অবস্থা। মাত্র 10 বা 12 বছর আগে আমার ঠিক মনে পড়ছে না। আমার এক বড় ভাই একটি কম্পিউটার কিনেছিল। আর ঐ কম্পিউটারটি ছিল পেন্টিয়াম 3। হার্ডডিক্স ছিল 30জিবি। র‌্যাম ছিল 128 মেগা বাইট একটা আর 64 মেগাবাইট মত একটা। তারপরও তখন ঐ কম্পিউটারটি ভাইযের বন্ধুরা সিরিয়াল ধরে দেখেছিল।

আর এখন হার্ডডিক্স থাকে সর্বনিম্ম 1 টেরা বাইট বা 1 হাজার জিবি, র‌্যাম থাকে 4জিবি তার পরও নাকি হয় না আরোও বেশী প্রয়োজন।

যাক অনেক কথা বলে ফেললাম। এখন যেমন আমাদের কম্পিউটারগুলোর কনফিগারেশন অনেক বেশী হয়ে থাকে। তেমনি ফাইল বেশী হয়ে থাকে।

বিভিন্ন ফোল্ডার খুললে দেখা যায় বার বার একই ফাইল বা ফটো দিয়ে হার্ডডিক্স ভর্তি হয়ে আছে। এই সমস্যার সমাধানের জন্য আপনাদের সাথে আজ একটা সফটওয়্যার শেয়ার করব।

সফটওয়্যারটি নাম হল duplicate photo finder . এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে থাকা একই ফটোর একাধিক ফাইল গুলোকে ডিলেট করতে পারবেন খুব সহজেই। সফটওয়্যারটির ওজনও খুব বেশী না মাত্র দেড় মেগাবাইটের মত। ডাউনলোড করে রাখুন। কাজে লাগতে পারে। ডাউনলোড করার জন্য নিচের লিংকে।

http://uppit.com/5blbnony5ocy/Duplicate_Photo_Finder_1.1.0.148_by_techtonesbd.com_postboxbd.com_techbetimes.com.zip

ডাউনলোড হলে জিপ ফাইলটি ওপেন করে সেটআপ দিন। তার পর সফটওয়্যারটি ওপেন হলে রেজি: করার জন্য নিচর ছবি গুলো দেখুন

Duplicate Photo Finder_techtonesbd.com

Duplicate Photo Finder_techtonesbd.com (1)

লাইসেন্স কী জিপফোল্ডারটিতে দেওয়া আছে। এখানে পেষ্ট করুন।

Duplicate Photo Finder_techtonesbd.com (2)

Duplicate Photo Finder_techtonesbd.com (3)

ব্যাস শেষ হল লাইসেন্স এর ঝামালে। এখন দেখুন এর ব্যবহারের নিয়মাবলী……. খুবই সহজ!

Duplicate Photo Finder_techtonesbd.com (4)

Duplicate Photo Finder_techtonesbd.com (5)

Duplicate Photo Finder_techtonesbd.com (6)

Duplicate Photo Finder_techtonesbd.com (7)

এভাবে প্রয়োজনীয়ে ফোল্ডার গুলোকে স্ক্যান করে আপনার হার্ডিক্সকে ডুপ্লিকেট ফটো থেকে মুক্ত রাখুন।

আল্লাহ হাফেজ।

মোহাম্মদ নূরুল ইসলাম রনি

#আমার সম্পর্কে তেমন কিছু বলার নেই। তবে নিজেকে মহান আল্লাহ-তায়ালার একজন নগণ্য বান্দা হিসেবে পরিচয় দিতেই ভালোবাসি। আমার একটি অন্যতম শখ হচ্ছে, বেশী থেকে বেশী প্রযুক্তিকে জানতে ও জানাতে। এর প্রয়াসেই বিভিন্ন ব্লগে পোষ্ট করে থাকি। একবার আমার ব্লগ সাবাইকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com # দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো।----- আলহাদীস। প্রযুক্তির সূরে মেতে উঠুক, বাংলার প্রতিটি মানুষ.......

More Posts - Website

Follow Me:
Facebook

3 thoughts on “duplicate photo finder দিয়ে আপনার কম্পিউটার স্ক্যান করে, জমে থাকা একই ছবির একাধিক ফাইলকে ডিলেট করুন।

  1. প্রযুক্তির সুর

    সুন্দর একটি পোষ্ট প্রকাশ করলেন, আশা করি ভবিষ্যতে আরো বৃহত পোষ্ট করার জন্য উদ্যোগ নিবেন।

    Reply

Leave a Reply