বিসমিল্লাহীর রহমানির রাহীম
English to bangla dictionary : একটি প্রয়োজনীয় সফটওয়্যার। প্রকৃত পক্ষে dictionary আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। একথা অনস্বীকার্য যে, ইংরেজি শিক্ষার প্রয়োজনে English to bangla dictionary বিকল্প শুধুমাত্রই English to bangla dictionary .
আর এই প্রয়োজনের তাগিদেই বর্তমানে বাংলাদেশের সফটওয়্যার ডেভলপাররা দিনের পর দিন নিরলস প্রচেষ্ট করে একেক জনে তৈরি করেছেন একেক রকমের English to bangla dictionary সফটওয়্যার।
তবে সবগুলো সফটওয়্যারেই সার্চ অপশন থাকাতে আমারা সহজেই খুঁজে বের করতে পারি, যেকোন ইংরেজি ওয়ার্ডের বাংলা আভিধানিক অর্থ 🙂 তবে এমন কিছু ডিকশনারী আছে, যেগুলোর ওজন এত্তো বেশী যে, শেয়ার করা বা ব্যবহার করা খুব ই কষ্ট কর হয়ে যায়।
তাই আজ এমন কিছু English to bangla dictionary এবং Bangla to english dictionary শেয়ার করব ইনশআল্লাহ যেগুলো মাত্র 15 মেগাবাইটের ভিতরে।
তবে শুধু পিসিতে ই English to bangla dictionary এবং Bangla to english dictionary ব্যবহার করলেই তো আর হবে না, মোবাইলেও ব্যবহার করতে হবে ডিকশনারী।
এজন্য কিছু মোবাইল ভার্সন ডিকশনারীও শেয়ার করব ইনশআল্লাহ।
শুধু তাই নয়, নতুনদের জন্য প্রতিটি ডিকশনারি ব্যবহারের নিয়মাবলীও দিয়ে দিচ্ছি।
English to bangla dictionary – 1
Shadhin Bangla Ovidhan 1.0.0
এই ডিকশনারিটি কম্পিউটারের জন্য। এটি খুবই হাই কোয়ালিটি একটি ডিকশনারী। এটি ব্যবহারে আপনি ডিকশনারী ব্যবহারের প্রকৃত মজা উপভোগ করতে পারবেন ইনশআল্লাহ। যদিও ডিকশনারি টি এখন অনেকের কাছেই কালেকশনে আছে। তারপরও যাদের নেই তাদের জন্যই শেয়ার করলাম।
ডাউনলোড লিংক: http://uppit.com/fqvif56sjhh1/Shadhin_Ovidhan_techtonesbd.com.zip
ব্যবহারের কিছু নিয়মাবলী:
ডাউনলোড হলে আপনার পিসিতে অবশ্যই রিষ্টার্ট দিতে হবে। এই ডিকশনারিটির সাথে একটি বাংলা ক্যালেন্ডার আছে :) যা খুবই উপকারী ও মজার।
রিষ্টার্ট হলে Shadhin Quick Search শর্টকাটে ডাবল ক্লিক করে ওপেন করুন। ওপেন হতে প্রথম প্রথম একটু দেরী হতে পারে, তাই অপেক্ষা করুন। এখান থেকে আপনি খুব সহজেই যেকোন ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ পেতে পারেন।
এছাড়াও আপনি Shadhin Pad ওপেন করতে পারেন।
নিচের ছবিগুলো দেখুন আশা করছি এগুলো দেখলেই ব্যবহার বিধি বুঝে যাবেন।
English to bangla dictionary – 2
কম্পিউটারের জন্য আরেকটি মজার ও কমমেগাবাইটের bangla dictionary এটি। তবে এই ডিকশনারিটি এখন অনেকেরই কালেকশনে আছে। তারপরও শেয়ার করলাম। যাদের কালেকশনে নাই সংগ্রহ করে রাখতে পারেন। কারন এটি english to bangla এবং bangla to english দুটোই সাপোর্ট করে।
এই নিন ডাউনলোড লিংক: http://uppit.com/ns4o0l9i9rbz/Bangla_Dictionary_techtonesbd.com.zip
নতুনদের জন্য ব্যবহারের কিছু নিয়মাবলী:
একদম সহজ, এমনকি এটি সেটআপের কোন প্রয়োজন নেই। প্রথমে ডাউনলোড হওয়া ফাইলটিকে এক্সট্রাক্ট করে BanglaDictionary নামক ফাইলটি ওপেন করুন।
- English to bangla dictionary_techtonesbd.com
Bangla to English dictionary এর জন্য
স্ক্রীনশর্ট-1
স্ক্রীনশর্ট-2
English to Bangla Dictionary – 3 এন্ড্রোয়েড ফোনের জন্য
এই লিংকে যান তাহলেই আপনার এন্ড্রোয়েড ফোনটির জন্য পেয়ে যাবেন একটি মজার ডিকশনারি। এছাড়াও এন্ড্রোয়েড এর আরোও মজার মজার টিপস ও এপস ডাউনলোডের জন্য এই লিংকে যেতে পারেন।
English to Bangla Dictionary – Java ফোনের জন্য
Java ফোনওয়লাদের জন্য শেয়ার করছি দুটি বাংলা ডিকশনারী। একটি 300 কেবি ওজন ও অপরটি প্রায় 600 কেবি ওজনের। অনেকের Java মোবাইলে 300 kb এর বেশী বড় ফাইল সাপোর্ট করে না। তাই দুটিই শেয়ার করলাম যেটি আপনার প্রয়োজন্য সেটিই ব্যবহার করবেন। তবে এই বিষয়ে আমি পূর্বে একটা পোষ্ট করেছি ঐখানে থেকে ডাউনলোড করে নিন। এই নিন ঐ দুটির লিংক।
আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু আনতে পারি।
পোষ্টের কোন কিছু বুঝতে সমস্যা হলে, নিচে কমেন্ট বক্সতো আছেই।
আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtonesbd
একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
It was hard to find your articles in google. I found it on 11 spot, you should build a
lot of quality backlinks , it will help you to increase traffic.
I know how to help you, just search in google – k2 seo tricks