বিসমিল্লাহীর রহমানির রাহীম
আপনি জানেন কিনা জানিনা; হয়তবা জানতেও পারেন, যে আপনি যখন আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলিট করেন, তখন কিন্তু ঐফাইল গুলো সম্পূর্ণ ডিলেট হয় না! Cache হিসেবে হার্ডডিক্সে থেকে যায়, যা আপনার কম্পিউটারের মেমোরি দখল করে নেয়। এমন কি ডিলেট হওয়া ঐফাইল গুলোকে আবার ফিরিয়েও আনা যায়! এই কথা এখন সবাই জানে।
কিন্তু ভেবে দেখেছেন কি আপনি যখন আপনার অতিগোপনীয় একটি ফাইলকে চিরতরে ডিলেট করে দিতে চাইবেন; তখন কিন্তু ডিলেট করলেও তা আবার যে কেউই আবার ফিরিয়েও আনতে পারবে!
এছাড়াও সাধারণ ভাবে ডিলেট করলে হার্ডডিক্সেও থেকে যায় কিছু ক্যাচ। যা আপনার হার্ডডিক্সকের মেমোরিও দখল করে নেয়।
তাই আপনার জন্য আজ শেয়ার করলাম Eraser .
Eraser এর মাধ্যমে আপনি যদি কোন ফাইল ডিলেট করেন, তাহলে ইনশআল্রাহ আশা করি আর কেউই কোন দিন ঐ ডিলেট করা
ফাইল ফিরিয়ে আনতে পারবে না।
ডাউনলোড লিংক= http://uppit.com/postboxbd.com_oatsugfglj14/Eraser_.6_techbetimes.com_techtonesbd.com.zip
এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার যার ফলে কোন প্রকার লাইসেন্স/ক্রাক/কীজেন প্রভূতির প্রয়োজন নাই। এছাড়াও এটি উইন্ডোজের সকল অপারেটিং সিস্টেমেই চল। তাই আপনি এটি নির্বিগ্নে-নিশ্চেন্তে ডাউনলোড করতে পারেন। আর এর ভার্সন হচ্ছে Eraser 6.0.10.2620
কিছু স্ক্রীনশর্ট দিয়ে দিলাম:
সকলে আমার এবং TBD (techtonesbd.com) এর জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরাও ভালো কিছু নিয়ে আসতে পারি।
ইনশআল্লাহ কথা হবে আবার পরবর্তী পোষ্ট…..
আল্লাহ হাফেজ।