বিসমিল্লাহীর রহমানির রাহীম
Facebook ID কে সেফ : যাদের ফেসবুক আই ডি এখনও ব্লক বা লক হয়নি তারা এখনি সাবধান হোন । আর এই পোষ্টটিতে যেই ফেসবুক টিপস গুলো দেওয়া হবে, সেই অনুসারে কাজ করুন। ইনশআল্লাহ আশা করছি আপনার Facebook ID কে সেফ করার জন্য এই টিপস গুলোই 90% কার্যকরী হবে । Facebook ID ব্লক বা লক থেকে বাঁচাতে হলে আপনাকে সর্ব প্রথমে যে কাজটি করতে হবে ।
[ফেসবুক আইডির ফটো ভেরিফিকেশন ঝামেলা ঝেড়ে ফেলে দিন। অসাধারণ একটি ফেসবুক টিপস ।]
আপনার Facebook ID কে সেফ রাখবেন যেভাবে:
১. আপনার Timeline / Profile এ যান।
২. Photos
৩. Photos of you
৪. এখানে অনেক ছবি পাবেন। ছবি Open করুন।
৫. ছবির নিচে Report/ Removetag পাবেন।
৬. Report/Remove tag এটায় click করুন।
৭. এখন remove option পাবেন।
৮. ছবিটি remove করুন। এই ভাবে টেগ করা ছবি গুলু remove করুন। ৯০ % রক্ষা হবে আপনার ফেসবুক আইডি।
এবার শুনুন আপনার Facebook ID কে সেফ করতে গিয়ে কেনো ট্যাগ করা ফটো Remove করবেন?
আপনার আইডি যখন হ্যাক বা লক হবে তখন আপনাকে ৩টি অপশন দিবে লক টি খোলার জন্য ।
৩টি অপশন হলোঃ
ক) মোবাইল অথবা ইমেইলে একটি সিকিউরিটি কোড পাঠাবে , এবং সেই কোড টি আপনাকে ফেসবুকে একটি বক্সে দিয়ে লক খুলতে হবে ।
খ) ফেসবুক সিকিউরিটি question চাইবে , এবং তার উত্তর র্নিদিশ্ট বক্সে দিয়ে লক খুলতে হবে ।
গ) আপনার বন্ধুরা যেসব ফটো আপনাকে ট্যাগ করেছে সেগুলোর মাঝে একটি ফটো দিয়ে আপনার কাছে জানতে চাইবে -“এই টা কার ফটো” এবং নিচে আপনার ৫ জন বন্ধুর নাম দেওয়া থাকবে আপনাকে সঠিক নামে র্মাক করতে হবে তাহলে আপনার লক খুলেযাবে ।
Facebook ID কে সেফ সংক্রান্ত সমস্যারক্ষেত্রে অনেকের এমন হয়ঃ
১. মোবাইল নম্বর দেওয়া নাই
২. ইমেইলের পাসওর্য়াড মনে নাই
৩. ফেসবুকের সিকিউরিটি প্রশ্নের উত্তর জানা নাই ইত্যাদি তখন কি করবেন ? তখন আপনাকে বাধ্য হয়ে ফটো অপশন বেছে নিতে হবে ! যদি আপনি আপনার ট্যাগ করা ফটোরিমুভ করে , ২-৩টা ফটো রেখে দেন তাহলে সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এই ছবি টি কার বা কে ট্যাগ করেছিলো । এবং আপনার ID লক খুলতে পারবেন! তাই নিজে এবং আপনারা সবাই অপ্রয়োজনীয় ফটো ট্যাগ থেকে বিরত থাকুন । এই ট্যাগ করাটা সবচেয়ে বিরক্ত কর । শেয়ার করে বন্ধুদের জানান ।
আপনার Facebook ID কে সেফ থাকুক, আপনার Facebook ID কে সেফ থাকুক, আপনার Facebook ID কে সেফ থাকুক এবং আপনার Facebook ID কে সেফ ই থাকুক এটাই আমরা চাই। আমাদের সঙ্গে থাকুন সবসময়।
[Facebook ID কে Hacking/Phishing থেকে বাঁচিয়ে রাখুন (গুরুত্ত্বপূর্ণ পোষ্ট)]
আজ এই পর্যন্তই। উপকৃত হলে বা বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করে বলুন।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtonesbd
একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?