বিসমিল্লাহীর রমানির রাহীম
Gadwin PrintScreen 5.0.1 সফটওয়্যারটি শেয়ার করতে যাচ্ছি। কারণ ব্লগিং জগতে স্ক্রীনশর্ট একটি অন্যতম, অদ্বিতীয় প্রয়োজনীয় সফটওয়্যার। কারনে অকারনে ব্লগারদের প্রতিনিয়ত নিতে হয় প্রচুর পরিমাণ স্ক্রীনশর্ট।
যদিও কোন সফটওয়্যার ছাড়াই কীবোর্ড থেকে Print Screen Short কী প্রেস করেই নেওয়া যায় স্ক্রীনশর্ট। কিন্তু ভালোমানের সুবিধাজন উপায়ে স্ক্রীনশর্ট নেওয়ার জন্য প্রয়োজন একটি ভালোমানের সফটওয়্যার।
এর আগেও আমি আরেকটি স্ক্রীনশর্ট সফটওয়্যার শেয়ার করেছিলাম। প্রচুর সাড়া পেয়েছিলাম ঐসফটওয়্যারটি শেয়ার করার পর। তাছাড়া ঐ সফটওয়্যারটি ডাউনলোড হয়েছিল প্রচুর।
তাই আজ আবার আরেকটি স্ক্রীনশর্ট সফটওয়্যার শেয়ার করছি। আশা করছি ইনশআল্লাহ আপনারা কমবেশী সকলেই উপকৃত হবেন।
Gadwin PrintScreen 5.0.1 সফটওয়্যারটির লেটেষ্ট ভার্সন শেয়ার করব। আর এটি একটি ফ্রিওয়্যার ফাইল 🙂 অর্থাৎ লাইসেন্স-ক্রাক-কীজেন প্রভূতির প্রয়োজন নাই।
http://uppit.com/osv44eoo8or4/PrintScreen501_Setup_techtonesbd.com.zip
আল্লাহ হাফেজ।