বিসমিল্লাহীর রহমানির রাহীম
আপনার Hard Disk এর খোঁজ-খবর নিয়ে নিন
Hard Disk এর খোঁজ-খবর নিয়ে নিন সম্পর্কিত পোষ্টে আপনাকে স্বাগতম। Hard Disk পিসির একটি অন্যতম প্রধান অংশ। তাই Hard Disk সুস্থ না থাকলে আমাদের কম্পিউটার গুলো কিন্তু সার্ভিস ভালো দেয় না। এজন্যই কিছু দিন পর পর Hard Disk কে চেক করে দেখা উচিত বা খোঁজ খবর নেওয়া উচিত। তাই না?
আজ যেই সফটওয়্যারটি শেয়ার করতে যাচ্ছি এটি দিয়ে আপনি আপনার হার্ডডিক্সের যাবতীয় তথ্য মাত্র একক্লিকেই দেখে নিতে পারবেন। তাছাড়া সফটওয়্যারটির ওজনও তেমন বেশী না মাত্র 3 মেগাবাইটের মত।
আপনার Hard Disk যদি অসুস্থা থাকে তাহলে সফটওয়্যারটি আপনাকে আপনাকে বলে দিতে সক্ষম হবে, যে আপনার হর্ডিডিক্স অসুুস্থ। আর যদি আপনার Hard Disk টি সুস্থ থাকে তাহলে, সে আপনাকে বলে দিবে যে আপনার Hard Disk এর অবস্থা ভালো। এছাড়াও এই সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার Hard Disk এর যাবতীয় ইনফরমেশন মাত্র এক ক্লিকেই নিতে পারবেন ইনশআল্লাহ।
এই দেখুন আমার হার্ডডিক্স এর অবস্থা
সফটওয়্যারটি পোর্টেব্যল তাই সেটআপের ঝামেলা নেই। ডাউনলোডের পর শধুমাত্র জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে Diskinfo নামক ফাইলটিতে ডাবলক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার কাজ। এখন Hard Disk এর যাবতীয় ইনফরমেশন গুলো দেখে নিন। এবং হার্ডডিক্সে যদি কোন সমস্যা দেখায় তাহলে, সমস্যা অনুযায়ী সমাধান করে নিন। এভাবে মাঝে মাঝে আপনার Hard Disk টিকে চেক করে নিন।এতো কিছু বললাম, অথচ আসল কথাটিই বলা হল না। এই নিন আপনার ডাউনলোড লিংক।
http://uppit.com/93aj0ve8pzsj/CrystalDiskInfo_by_techtonesbd.com.zip
এটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার তাই ক্রাক-কীজেন-লাইন্সেস-সিরিয়াল এর কোন প্রয়োজন নেই 🙂
আজ এই পর্যন্তই। উপকৃত হলে বা কোন সমস্যা হলে কমেন্ট করে বলুন।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtonesbd
একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
মহান আল্লাহ তায়ালা পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দান করুন। এই প্রত্যাশায় শেষ করলাম।
আল্লাহ-হাফেজ।…