বিসমিল্রাহীর রহমানির রাহীম
Hybrid 2014.02.14.1
Hybrid 2014.02.14.1 একটি পাওয়ারফুল ভিডিও কনভার্টার। যা দিয়ে আপনি প্রায় সকল ধরনের ভিডিও কে ইনপুট করতে পারবেন যেমন Xvid/x264/ogg/flac/mp3/ac3 within avi/mp4/mkv/mov/webm/m2ts containers, AVCHD structures or Blu-ray প্রভূতি।
সুতরাং বুঝতেই পারছেন, যে এটি একটি অসাধারণ কনভার্টার টুল, যা প্রায় সকল ভিডিও প্লাটফর্মেই কাজ করে থাকে।
Hybrid 2014.02.14.1 – ফিচারস
- বিচ্ছিন্ন ভিডিও এবং অডিও ফিল্টার প্রোফাইল সেইসাথে ভিডিও এবং অডিও COMBI প্রোফাইল
- আপনি অটোমেটিকভাবে অথবা নিজের ইচ্ছামত chapters তৈরি করতে পারবেন।
- Blu-ray/mp4/mkv জাতীয় ভিডিওতে সাবটাইটেল দিতে পারবেন।
- Mov/mp4/mkv ভিডিওতে ট্যাগ দিতে পারবেন Hybrid দিয়ে।
- বিভিন্ন ভিডিও এবং অডিও আপনার ইচ্ছামত আউটপুট ফরমেট দিতে পারবেন।
- এমন কিছুকাজ আছে যেগুলো আপনি না করে দিলেও, Hybrid নিজেই তা করে নিবে।
- ভিডিও / অডিও এর পাস মাধ্যম
- ইন্টিগ্রেটেড বিটরেট ক্যালকুলেটর
Hybrid ডাউনলোড
ডাউনলোড ফাইলের ওজন যদিও প্রায় 90 মেগাবাইট এর মত। তবে একটা কথা মনে রাখতে হবে যে, ভালো জিনিস পেতে হলে, একটুতো কষ্ট করতেই হবে। তবে আমি কোন বড় ফাইল ডাউনলোড করতে হলে, রাত্রে ঘুমাবার আগে পিসি ডাউনলোড এ রেখে দিয়ে, ঘুমিয়ে পড়ি। ফজরের সময় উঠে দেখি, আলহামদুলিল্লাহ ডাউনলোড হয়ে গিয়েছে। Hybrid
নিচের স্ক্রীনশর্টটা দেখুন…. তাহলেই কিছু বুঝতে পারবেন, যে Hybrid কি ধরনের ভিডিও কনভার্টার 🙂
যদি ডাউনলোড করার ইচ্ছা থাকে তাহলে ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
download.freewarehunter.com/files/Hybrid_2014.2.14.1_SETUP.exe
তবে সবচেয়ে মজার কথা হল এটি একটি ফ্রিওয়্যার। অর্থাৎ একটি সম্পূর্ণ ফ্রি। তাই ক্রাক-কীজেন-সিরিয়াল-লাইসেন্স প্রভূতির ঝামেলা নেই Hybrid এ।
আজ এই পর্যন্তই থাকলাম। আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু দিয়ে হাজির হতে পারি।
মহান আল্লাহ-তায়ালা পৃথিবীর সকল মানুষকে হেদায়েত দান করুন। এই প্রত্যাশায় বিদায় নিলাম।
আল্লাহ হাফেজ।
আমার ব্লগে সকলকে দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
sir, link not working . so fixd it.
নতুন লিংক দিয়েছি।