বিসমিল্লাহীর রহমানির রাহীম
IDM এর নতুন ফুলভার্সন
কেমন আছেন সবাই? অনেক দিন পর ব্লগিং এ বসলাম (আলহামদুলিল্লাহ)। ইদানীং প্রচুর কাজের চাপে একদমই ব্লগিং করার সুযোগ পাচ্ছি না। তো শুরু করা যাক আজকে পোষ্ট।
আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি সফটওয়্যার যা, নেট ইউজারদের জন্য না হলেই নয় । আর তাহল IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। নেট ইউজারদের জন্য IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার একটি অসাধারণ ডাউনলোড সফটওয়্যার। বিভিন্ন প্রকার ফাইল যেমন অডিও, ভিডিও, পিকচার, সফটওয়্যার বা অন্য যেকোন ফাইলডাউনলো ডাউনলোড করার ক্ষেত্রে সাধারণ সফটওয়্যার গুলো যেখানে অনেক সময় নিয়ে থাকে, সেখানে IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার প্রায় অর্ধেক সময়েই আপনার কাঙ্খিত ডাউনলোড সম্পূর্ণ করতে সক্ষম।
এছাড়াও যেমন ধরে অনেক ধরনের ভিডিও ফাইল বিশেষ করে ইউটিউব সহ যেসকল ওয়েবসাইটে ফ্লাশ ভিডিও প্রদর্শন করে থাকে ঐ সকল সাইটের ভিডিও গুলোকে ডাউনলোড করার জন্য IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অতুলনীয়ভাবে কাজ করে। শুধু তাই ই নয়, আপনি আপনার ইচ্ছা মত যেকোন ফরম্যাটে যেমন MP4, FLV প্রভূতিতে সহজেই ডাউনলোড করে নিতে পারেন। নিচের ছবিটি দেখুন আরোও সহজেই বুঝতে পারবেন ইনশআল্লাহ…….
সুতরাং বুঝতেই পারছেন IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ইউটিউবের (youtube) ভিডিও ডাউনলোড করা কতটা সহজ হবে। এছাড়াও আরোও অনেক সুবিধা আছে এই IDM টি ব্যবহারে।
IDM ডাউনলোডের লিংক
নিচের লিংকে ক্লিক করে এখনই ডাউনলোড করে নিতে পারেন।
http://up.ht/techtonesbd.com 1pKjjeD
হয়তবা এখন আপনি ভাবছেন লাইসেন্স/কীজেন/ক্রাক এর কথা। চিন্তা করবেন না, এটি একটি ফুল ভার্সন সফটওয়্যার :)।
আপনার জন্য আরোও পাঁচটি প্রয়োজনীয় পোষ্ট শেয়ার করলাম। ইচ্ছা হলে পড়তে পারেন।
1. যে কোন অ্যান্ড্রয়েডে যোগ করুন “Multi-Window” ফিচার
2. Open University Bangladesh Result নিন ইন্টারনেটে ও মোবাইলে
3. সুপার ফাষ্ট পাঁচটি ফ্রি ব্রাউজার এর মধ্য থেকে, ডাউনলোড করে নিন আপনার প্রয়োজনীয় ব্রাউজারটি।
4. ডাউনলোড করে নিন লেটেষ্ট Tor Browser . আর অবাধে বিচরণ করুন যেকোন ওয়েব সাইটে!
5. Ad Block Plus ব্যবহার করে বাঁচান নিজের মূল্যবান এম.বি, সময় ও সম্মান ! (শুধুমাত্র নতুনদের জন্য, তাই স্ক্রীনশর্ট সহ)
আজ এই পর্যন্তই। যগি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সতো আছেই।
আর আমার জন্য দোয়া করবেন। যেন ভবিষ্যতে আপনাদের জন্য আরোও ভালো কিছু নিয়ে আসতে পারি (ইনশআল্লাহ)।
*আমাদের গ্রুপে যোগ দিতে পারেন https://www.facebook.com/groups/wordpresshelpsupport
*আর আমার ব্লগে সকলের দাওয়াত- www.pchelpcarebd.blogspot.com
*আমাদের পেজে লাইক দিয়ে সবসময় আপডেট নিন- www.facebook.com/Techtunesblog
*একটি ইসলামিক পেজ ঘুরে আসতে পারেন- http://www.facebook.com/islamiZindegi
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না?
আল্লাহ হাফেজ।
🙂 nice bro…. downloading…..